অনিশ্চিত উচ্চমাধ্যমিক? কলেজে ফাইনাল সিমেস্টার কবে? জবাব শিক্ষামন্ত্রীর

অনিশ্চিত উচ্চমাধ্যমিক? কলেজে ফাইনাল সিমেস্টার কবে? জবাব শিক্ষামন্ত্রীর

কলকাতা: করোনা সর্তকতা হিসাবে আগেই স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছিল৷ এবার আনলক পর্বে করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকার সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু আগামী ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকলেও আদৌ কি আগামী প্রথম জুলাইয়ে উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে? কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সিমেস্টারের পরীক্ষা কবে, কীভাবে হবে? এই নিয়ে এবার জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী৷  সেখানে করোনা সর্তকতা হিসাবে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল-কলেজ বন্ধ থাকার মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷ জানিয়ে দিয়েছেন, স্কুল-কলেজ বন্ধ থাকলেও প্রশাসনিক কাজ আগের মতন চলবে৷

কিন্তু ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকলে আদৌও কি আগামী মাসের শুরুতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার নেওয়া যাবে? এই নিয়ে জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, সর্বভারতীয় বাকি বোর্ডের পরীক্ষার সিদ্ধান্তের দিকে নজর রাখছে শিক্ষা দফতর৷ একই সঙ্গে সুপ্রিমকোর্টে পরীক্ষা সংক্রান্ত মামলার রায়ের দিকেও নজর রাখা হচ্ছে৷  উচ্চমাধ্যমিকে বাকি পরীক্ষা কীভাবে হবে, সমস্ত প্রস্তুতি রেখে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্যালোচনা চলছে৷ তবে রাখা হচ্ছে প্রস্তুতি৷ সুপ্রিমকোর্ট ও অন্যান্য সর্বভারতীয় বোর্ডগুলি কী পদক্ষেপ নিচ্ছে, তার ওপর নির্ভর করছে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার ভবিষ্যৎ৷

অন্যদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা নিয়েও মতামত জানিয়েছেন সেখানে চট্টোপাধ্যায়৷ আগানী ৩১ জুলাই পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷ তবে, কবে পরীক্ষা হবে, তা কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফাইনাল সিমেস্টারের পরীক্ষা কীভাবে নেওয়া যায়, তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে৷ এবিষয়ে কিছুদিন আগেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানে পরীক্ষা কীভাবে হবে, তা নিয়ে খসড়া প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল৷ সেই বিষয়ে আজ শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, আগামী ২৬ জুন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ সেক্ষেত্রে সম্ভাবনা দেখা দিয়েছে, বাড়ি থেকে পরীক্ষা কীভাবে নেওয়া যায়৷ ক্যাম্পাস এড়িয়ে বাড়ি থেকে কীভাবে পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কোন পদ্ধতিতে তা হবে, গোটা বিষয়টি ২৬ জুন চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =