Wipro Q4 results
মুম্বই: আইটি সেক্টরের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান উইপ্রো সম্প্রতি তাদের ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকের (Q4FY25) ফলাফল প্রকাশ করেছে। যদিও সেই ফলাফল প্রত্যাশার তুলনায় খুবই নেতিবাচক বলে মনে করছেন অনেকে। এর ফলে উইপ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশেষ করে ২০২৬ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের (Q1FY26) জন্য রাজস্বের পূর্বাভাস বাজারের প্রত্যাশার নিচে এসে ঠেকেছে। যার ফলে উইপ্রোর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনায় কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মত বাজার বিশেষজ্ঞদের। একাধিক স্টক বিশ্লেষক উইপ্রোর FY26-এর আয় (Earnings) পূর্বাভাস ৩-৪ শতাংশ কমিয়ে দিয়েছেন। এর ফলে, শেয়ারের রেটিং ও লক্ষ্যমূল্যে (Target Price) হ্রাস পেয়েছে বেশ খানিকটা।
রাজস্ব ও বাজার বিশ্লেষণ: Wipro Q4 results
Q1FY26-এ রাজস্ব ১.৫% থেকে ৩.৫% হারে কোয়ার্টার অন কোয়ার্টার (QoQ) হ্রাস পেতে পারে উইপ্রোর।
Centrum Broking জানিয়েছে, চাহিদার এখনও তৈরি হয়নি। অনেক ক্লায়েন্ট তাদের খরচ কমাচ্ছে। ফলে বড় প্রকল্পগুলিতে তার প্রভাবও পড়তে শুরু করেছে। যদিও Capco ইউনিট ভালো পারফরম্যান্স করেছে, তবে ইউরোপ ও APMEA-র মত মূল বাজারগুলোতে দুর্বলতা অব্যাহত রয়েছে। Centrum Broking উইপ্রোর জন্য ‘Reduce’ রেটিং দিয়েছে। ২৯১ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা লক্ষ্যমূল্য রেখেছে এই ব্রোকিং সংস্থা।
Nuvama জানিয়েছে, উইপ্রোর চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল দুর্বল হয়েছে। IT সার্ভিস রাজস্ব ০.৮% কমেছে QoQ ভিত্তিতে। যেখানে বাজারের প্রত্যাশা ছিল মাত্র ০.৪% কমার। EBIT মার্জিন QoQ ভিত্তিতে স্থির ছিল ১৭.৫%-এ, যা YoY ভিত্তিতে ১১০ বেসিস পয়েন্ট বেড়েছে। বড় ডিলের মোট মূল্য (TCV) ছিল ১.৮ বিলিয়ন ডলার, যা বছরে ৪৮% বৃদ্ধি পেয়েছে। তবে দুর্বল গাইডেন্স এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে FY26-এ পজিটিভ গ্রোথ আশা করা কঠিন বলে জানিয়েছে ব্রোকিং সংস্থা Nuvama। তারা উইপ্রোর রেটিং ‘Hold’ এ নামিয়ে এনেছে । লক্ষ্যমূল্য ৩০০ টাকা থেকে কমিয়ে ২৬০ টাকা করেছে।
অন্যান্য বিশ্লেষণ: Wipro Q4 results
MOFSL, FY26-এ উইপ্রোর রাজস্ব ১.৯% কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে । পারেটিং মার্জিন ১৭.২% থাকবে বলে জানিয়েছে ওই সংস্থা। সংস্থার দাবি, FY26 ও FY27-র আয় অনুমান ৪% কমিয়েছে এবং শেয়ারে ‘Sell’ রেটিং দিয়ে লক্ষ্যমূল্য নির্ধারণ করেছে ২১৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে প্রভাব: Wipro results
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে উইপ্রোর এডিআর (ADR) ৩.১৯% কমে দাঁড়িয়েছে $২.৭৩০, এবং অতিরিক্ত সময়ের ট্রেডিংয়ে আরও ০.৩৭% কমেছে।
সারাংশ: খারাপ ফলাফল, অনিশ্চিত বাজার পরিস্থিতি এবং নিম্নমুখী গাইডেন্সের কারণে উইপ্রোর শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মনে রাখবেন, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন সমস্ত ঝুঁকি পর্যালোচনা করে।
শেয়ারবাজার সংক্রান্ত সমস্ত খবর জানতে নজর রাখুন আজ বিকেলের পাতায়।
আরও পড়ুন-
JEE Main 2025: রেজাল্ট লাইভ! স্কোর দেখবেন যেভাবে
টার্ম ইনসিওরেন্সে ডিসঅ্যাবিলিটি রাইডার: শুধুই মৃত্যু বীমা নয়, এখন আরও বিস্তৃত আর্থিক সুরক্ষা
মাছ, মিষ্টি & More : কেন মাছ বাঙালির জন্য শুধু খাদ্য নয়, একটি শুভ জিনিস
তাহাউর রানার কি ফাঁসি হবে? আসরে হিন্দু সেনা | Tahawwur Rana২০২৫ সালে ভারতে অতিরিক্ত বর্ষণের পূর্বাভাস IMD’র! কৃষি খাতে আসবে বিপ্লব