Union Budget 2025 Income Tax
শনিবারের সকালে ফের বাজেট প্রস্তাব রাখতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ বাজারে কী কী নতুন প্রস্তাব আসবে, সেদিকে তাকিয়ে রয়েছেন দেশের সাধারণ মানুষ৷ দেশের অধিকাংশ মানুষের মনে এখন একটাই চিন্তা, এবার কি আয়করে কিছু ছাড় দেবেন নির্মলা সীতারামন?
Will FM Nirmala Sitharaman
সর্বভারতীয় সংবাদমাধ্যমের একাংশের অনুমান, সবকিছু ঠিকঠাক থাকলে এবার আয়করে কিছুটা ছাড় দিতে পারেন অর্থমন্ত্রী৷ নতুন আয়কর ব্যবস্থা আরও আকর্ষণীয় করে তুলতে এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়তে পারে বলে প্রত্যাশা অনেকেরই৷
Standard Deduction স্ট্যান্ডার্ড ডিডাকশন ঠিক কী?
স্ট্যান্ডার্ড ডিডাকশন অর্থাৎ করদাতার বার্ষিক মোট আয়ের উপর কিছুটা ছাড়৷ মানে, করদাতার মোট আয়ের একটা নির্দিষ্ট অংশ আগেই বাদ দিয়ে বাকি অবশিষ্ট আয়ের পরিমাণের উপর কর সাব করার পদ্ধতিকেই বলা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন৷ ধরুন, আপনার বার্ষিক আয় ৫ লাখ টাকা৷ তাহলে আপনি প্রথমেই ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পেতে পারেন৷ স্ট্যান্ডার্ড ডিডাকশনের পর আপনার বার্ষিক আয় তখন কমে হবে ৫ লাখ টাকা – ৭৫ হাজার টাকা = ৪ লাখ ২৫ হাজার টাকা৷ এই ৪ লাখ ২৫ হাজার টাকা ভিত্তিতেই দিতে হবে আয়কর৷
Why Standard Deduction Matters in the Union Budget 2025
২০১৮ সালের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন নীতি ফিরিয়ে আনা হয়৷ সেই সময় ডিডাকশনের পরিমাণ ছিল ৪০ হাজার টাকা৷ পরে সেটা ধাপে ধাপে ৭৫ হাজার টাকা করা হয়েছে৷ যে কোনও বেতনভোগী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময় এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের দাবি জানাতে পারেন৷
What to Expect from the Union Budget
বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ মধ্যবিত্ত করদাতাদের আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন আরও কিছুটা বাড়িয়ে স্বস্তি দিতে পারেন অর্থমন্ত্রী৷ আয়করদাতাদের উৎসাহ বাড়তে স্ট্যান্ডার্ড ডিডাকশন অপরিবর্তিত কিংবা বাড়ানোর পক্ষেই সওয়াল বাজার বিশেষজ্ঞদের৷
Tax Experts View on Raising Standard Deduction
কর বিশেষজ্ঞদের মতে, নতুন আয়কর ব্যবস্থায় সীমিত ছাড়ের কারণে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো খুবই জরুরি৷ যাতে আরও করদাতা নতুন ব্যবস্থায় চলে আসেন৷ এমনিতেই যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, তাতে ৭৫ হাজার স্ট্যান্ডার্ড ডিডাকশন খুবই কম৷ বেতনভোগী করদাতারা আশা করছেন, সরকার নতুন আয়কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন অন্ততপক্ষে ১ লাখ করার প্রস্তাব রাখবেন অর্থমন্ত্রী৷
কর বিশেষজ্ঞ সুন্দীপ আগরওয়াল সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘ বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে জীবনযাত্রার খরচ, তাই নতুন আয়কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার থেকে কমপক্ষে ১ লাখ টাকা করা উচিত৷ এই বৃদ্ধি নতুন আয়কর ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলবে, যেহেতু সেখানে আর কোনও ডিডাকশন বা এক্সেম্পশন দেখানোর পরিস্থিতি নেই৷’’
আরও পড়ুন-
ITC Hotels Share Price: প্রথম দিনেই ধরাশায়ী ITC Hotels-এর শেয়ার! লাগবে লটারি!
Denta water IPO allotment status: কীভাবে চেক করবেন IPO আপনি পেলেন কি না?
As the Union Budget 2025 approaches, there is high anticipation regarding Finance Minister Nirmala Sitharaman’s potential decision to increase the standard deduction. With rising living costs and limited deductions under the new tax regime, tax experts are urging for a hike in the standard deduction to make the system more attractive for salaried and retired taxpayers.
![](https://aajbikel.com/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)