বাড়ছে এটিএম-এর খরচ! প্রতি লেনদেনে কতটা খসবে গ্যাঁটের কড়ি?

rbi increases atm transaction charges রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) আগামী ১ মে, ২০২৫ থেকে ATM ক্যাশ উইথড্রয়াল-এর ওপর অতিরিক্ত চার্জ বাড়ানোর অনুমতি দিয়েছে। নতুন…

rbi increases atm transaction charges

rbi increases atm transaction charges

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) আগামী ১ মে, ২০২৫ থেকে ATM ক্যাশ উইথড্রয়াল-এর ওপর অতিরিক্ত চার্জ বাড়ানোর অনুমতি দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা তাদের ফ্রি লেনদেন সীমা পার করলে প্রতি লেনদেনের জন্য ২ টাকা থেকে ২৩ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ গুনতে হবে।

ফ্রি লেনদেনের সুবিধা rbi increases atm transaction charges

গ্রাহকদের জন্য প্রতি মাসে ৫টি ফ্রি ATM লেনদেনের সুযোগ থাকবে, যা তারা তাদের নিজস্ব রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকের ATM থেকে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, অন্য কোনো ব্যাংকের ATM থেকে মেট্রো শহরে ৩টি এবং নন-মেট্রো শহরে ৫টি ফ্রি লেনদেন করা যাবে।

কী পরিবর্তন হচ্ছে? rbi increases atm transaction charges

RBI-র নতুন নীতিমালার মতে, ফ্রি লেনদেনের পর গ্রাহকরা সর্বোচ্চ ২৩ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে বাধ্য হবেন। বর্তমানে এই চার্জ সীমা ২১ টাকা ছিল। পাশাপাশি, নতুন নির্দেশনায় ক্যাশ রিসাইক্লার মেশিনের মাধ্যমে করা লেনদেনের জন্যও এই চার্জ প্রযোজ্য হবে, তবে ক্যাশ ডিপোজিট লেনদেন এই ফি-এর আওতায় আসবে না।

ATM ইন্টারচেঞ্জ ফি rbi increases atm transaction charges

RBI জানিয়েছে, ATM নেটওয়ার্ক এখন নিজেরাই ইন্টারচেঞ্জ ফি নির্ধারণ করবে। বর্তমানে, ফাইনান্সিয়াল লেনদেনের জন্য ১৭ টাকা এবং নন-ফাইনান্সিয়াল লেনদেনের জন্য ৬ টাকা ইন্টারচেঞ্জ ফি আদায় করা হচ্ছে।

ব্যবসায়িক প্রতিক্রিয়া rbi increases atm transaction charges

BLS ই-সার্ভিসেসের চেয়ারম্যান শিখর আগরওয়াল জানান, ATM লেনদেনের খরচ বাড়ানো গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করবে, বিশেষত গ্রামীণ ও শহরতলি এলাকায়। তবে, তিনি আশাবাদী যে, এই পরিবর্তন মাইক্রো-ATM এবং ব্যবসায়িক প্রতিনিধিদের (BCs) জন্য এক নতুন সুযোগ নিয়ে আসবে, যেহেতু এসব প্ল্যাটফর্মে ফি ছাড়া লেনদেন করা যাবে।

এটি কার উপর প্রযোজ্য হবে? rbi increases atm transaction charges

RBI-র নির্দেশনা অনুযায়ী, এই নতুন চার্জ দেশব্যাপী সব বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, ATM নেটওয়ার্ক অপারেটর এবং হোয়াইট-লেবেল ATM অপারেটরদের ওপর প্রযোজ্য হবে। জানুয়ারি ২০২৫ পর্যন্ত দেশে ১,৩০,৯০২টি অন-সাইট ATM এবং ৮৫,৮০৪টি অফ-সাইট ATM ছিল।

ক্রেডিট কার্ড সুবিধায় পরিবর্তন rbi increases atm transaction charges

এদিকে, SBI এবং IDFC ফার্স্ট ব্যাংক তাদের কো-ব্র্যান্ডেড ভিস্তারা ক্রেডিট কার্ডের সুবিধাগুলোতে পরিবর্তন আনছে। টিকিট ভাউচার, রিনিউয়াল পার্কস এবং মাইলস্টোন রিওয়ার্ডসের মতো সুবিধাগুলি আর থাকছে না। অক্ষিস ব্যাংকও এপ্রিল থেকে ভিস্তারা ক্রেডিট কার্ডের সুবিধায় কিছু পরিবর্তন করবে।

ATM ইন্টারচেঞ্জ ফি-র গুরুত্ব rbi increases atm transaction charges

ATM ইন্টারচেঞ্জ ফি হলো সেই ফি, যা একটি ব্যাংক অন্য ব্যাংকের ATM পরিষেবা ব্যবহারের জন্য গ্রাহকের কাছে নেয়। এটি মূলত গ্রাহকের ব্যাঙ্কিং খরচের অংশ হিসেবে তাদের উপর চাপানো হয়।

এই নতুন চার্জ গ্রাহকদের জন্য একটা বড় পরিবর্তন হতে চলেছে, বিশেষ করে যাদের ব্যাংক বা ATM নেটওয়ার্ক সীমিত, তাদের জন্য এটা একটি আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।

Economy: Starting May 2025, RBI increases ATM charges post-free transactions to Rs 23. Users get 5 free transactions monthly. Policy impacts rural areas, while promoting micro-ATMs and BC platforms for fee-free services. Interchange fees also revised.