Asian consumer stocks
আমেরিকা-চিন বাণিজ্য যুদ্ধের আবহে অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি৷ বিনিয়োগকারীরা এখন ঝুঁকিপূর্ণ প্রযুক্তি খাত থেকে বেরিয়ে নিরাপদ ও স্থিতিশীল খাতে অর্থ ঢালছেন৷ আর তাতে লাভবান হচ্ছে এশিয়ার ভোগ্যপণ্য সংস্থাগুলি৷
কী ঘটেছে? Asian consumer stocks
- ২ এপ্রিলের পর, এশিয়ার কনজ্যুমার স্ট্যাপলস সূচক বেড়েছে ৫%, যেখানে সামগ্রিক বাজার কমেছে ২.৫%।
- চিনের Yonghui Superstores Co. ও জাপানের Kobe Bussan Co.-র শেয়ার ১৯% বা তার বেশি বেড়েছে।
- এগুলো এমন কোম্পানি যারা স্থানীয় মানুষের মৌলিক প্রয়োজন মেটায়—যেমন: খাবার, পানীয়, দুধ ইত্যাদি।
বিনিয়োগকারীরা কেন এই খাতে যাচ্ছেন? Asian consumer stocks
- রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গি: AI ও টেক স্টকের ব্যাপক বৃদ্ধির পর বিনিয়োগকারীরা এখন এমন খাত খুঁজছেন যেখানে বাজার কমলেও চাহিদা থাকবে।
- বাণিজ্য যুদ্ধ: বৈশ্বিক রপ্তানি কমে যেতে পারে, তাই দেশীয় চাহিদা-নির্ভর কোম্পানিই এখন মূল আকর্ষণ।
- সরকারি উদ্যোগ: পরিবারভিত্তিক ব্যয় বাড়াতে বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে চিন ও দক্ষিণ কোরিয়া সরকার। ভারতে ভালো বর্ষার পূর্বাভাসও গ্রামীণ চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিতে শুরু করেছে৷
বিশেষজ্ঞদের মতামত Asian consumer stocks
- Goldman Sachs ও Morgan Stanley বলছে, এখন কনজ্যুমার খাতে থাকা নিরাপদ।
- Fidelity International চিনের ভোক্তা পণ্য কোম্পানির শেয়ার কিনেছে৷
- JPMorgan-ও একই সুপারিশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য।
ঝুঁকি কী? Asian consumer stocks
- যদি মুদ্রাস্ফীতি আবার বেড়ে যায়, তাহলে ভোক্তারা কম খরচ করতে পারে, যা এই খাতের চাহিদাকে প্রভাবিত করবে।
- তবে এখন পর্যন্ত বিশ্লেষকরা বলছেন, পরবর্তী ১২ মাসে কনজ্যুমার খাতের আর্নিং বেড়ে গড়ে দ্বিগুণ হতে পারে।
সামনে কী হতে পারে? Asian consumer stocks
“বিনিয়োগকারীরা এখন ঝুঁকিপূর্ণ রপ্তানি নির্ভর খাতের চেয়ে স্থিতিশীল, দেশীয় চাহিদানির্ভর খাতে ঝুঁকছেন,” — বলেছেন স্যাক্সো মার্কেটসের প্রধান বিনিয়োগ কৌশলী।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি শুল্কনীতি পরিবর্তন করে, তখন আবার দেখা যেতে পারে বিলাসপণ্য বা পরিষেবা খাতে বিনিয়োগের নতুন ঢেউ।
ICICI Bank Q4 Results: গত ১০ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ট ঘোষণা
HDFC Bank Q4 Results: মুনাফা বাড়িয়ে ডিভিডেন্ড ঘোষণা HDFC-র
Emily in Paris Season 5: কবে আসছে Netflix-এ?
‘গরু মৃত্যু’ নিয়ে মন্তব্যের জের! প্রাক্তন TTD চেয়ারম্যান করুণাকর রেড্ডির বিরুদ্ধে মামলা
Cryptocurrency Regulations: ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে ঠিক কী বলল সুপ্রিম কোর্ট?
Women’s Premier League: মেয়েদের ক্রিকেট নিয়ে এ কী বললেন স্মৃতি?
শুধু দিলীপ নন, আগেও রাজনৈতিক নেতাদের বিয়ে নিয়ে তুফান উঠেছিল চায়ের কাপে!