এবার UPI লেনদেনে GST? জানুন বিস্তারিত

GST on UPI payments মুম্বই: এবার UPI পেমেন্টে লাগু হতে চলেছে জিএসটি? সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা…

GST on UPI payments

GST on UPI payments

মুম্বই: এবার UPI পেমেন্টে লাগু হতে চলেছে জিএসটি? সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ₹২,০০০ টাকার বেশি মূল্যের UPI (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফ) লেনদেনে GST (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) আরোপের একটি প্রস্তাব পর্যালোচনা করছে কেন্দ্র৷ নির্ধারিত পরিমাণের বেশি UPI লেনদেনের ওপর অতিরিক্ত জিএসটি আরোপের বিষয়টি বিবেচনা করছে সরকার।

GST on UPI payments

প্রস্তাব অনুযায়ী, যদি কোনও একটি UPI লেনদেন ₹২,০০০-এর বেশি হয়, তবে সেটিকে জিএসটির আওতায় আনা হতে পারে। এর মূল উদ্দেশ্য হল ট্যাক্স কমপ্লায়েন্স বাড়ানো এবং আরও বেশি ডিজিটাল লেনদেনকে অর্থনীতির অন্তর্ভুক্ত করা৷ যদি এই প্রস্তাবটি অনুমোদিত হয়, তাহলে ২ হাজারের বেশি লেনদেনের ওপর ১৮ শতাংশ হারে জিএসটি আরোপ করা হতে পারে৷ এই ব্যবস্থা চালু হলে একজন সাধারণ ক্রেতাকে একটি পণ্যের জন্য দু’বার জিএসটি গুনতে হবে৷ ওই পণ্যের উপর লাগু থাকা জিএসটির সঙ্গে ওই পণ্য কেনার জন্য দ্বিতীয়বার জিএসটি গুনতে হতে পারে৷

GST on UPI payments

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই কর প্রস্তাব বাস্তবায়িত হলে ব্যক্তি থেকে ব্যক্তি (peer-to-peer) এবং বিক্রেতাদের (merchant) সঙ্গে হওয়া লেনদেন—দুই ধরণেরই জিএসটির আওতায় আসতে পারে। তবে, এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি কবে থেকে এটি কার্যকর হবে বা আদৌও তা কার্যকর হবে কি না৷

GST on UPI payments

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের মোট জিএসটি আদায় হয়েছে ₹১.৮৪ লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৯.১ শতাংশ বেশি। মার্চ ১ তারিখে প্রকাশিত সরকারি তথ্য বলছে, এই আদায়ের মধ্যে কেন্দ্রীয় জিএসটি (CGST) ছিল ₹৩৫,২০৪ কোটি, রাজ্য জিএসটি (SGST) ছিল ₹৪৩,৭০৪ কোটি টাকা৷ ইন্টিগ্রেটেড জিএসটি (IGST) ছিল ₹৯০,৮৭০ কোটি এবং ক্ষতিপূরণ সেস (Compensation Cess) ছিল ₹১৩,৮৬৮ কোটি৷

আরও পড়ুন-

শুক্রের সন্ধ্যায় ছাদনাতলায় ৬০-এর দিলীপ! পাত্রীর পরিচয় জানেন?

Infosys q4 results: কেমন হল Infosys-র চতুর্থ ত্রৈমাসিকের ফল?

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?

Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?

Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar