আর জি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন? তদন্তে পুলিশ কমিশনার

কলকাতা: কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ৷ তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে৷ শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল…

RG Kar Hospital gathering ban

কলকাতা: কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ৷ তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে৷

শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলার সেমিনার হল থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়৷ এর পরই হাসপাতালের ভিতরে বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সদস্যেরা। চার তলার ওই সেমিনার হলেই চিকিৎসকের দেহ রাখা হয়৷ সেখানে জড়ো হন ডাক্তারি পড়ুয়ারা।

 

অভিযোগ, চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই মহিলা চিকিৎসককে সন্দেহজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ সহকর্মী ও চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন, দেহে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। এছাড়াও, তাঁর দেহে পোশাক ছিল না বলেও জানা যাচ্ছে। এটা আত্মহত্যা নয়, এমনটাই দাবি চিকিৎসকদের।

চিকিৎসকেদের বিক্ষোভের মাঝেই  হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ জানান, কলেজে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত হবে। অন্য দিকে, তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার থেকে কর্মবিরতির ডাক দেয় রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। বিচারবিভাগীয় তদন্ত-সহ একাধিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে৷ তদন্তে গিয়েছেন খোদ পুলিশ কমিশনার৷