নয়াদিল্লি: ২০১১ সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং৷ ব্যাটে, বলে দুর্দান্ত পারফর্ম করে তিনিই হয়েছিলেন সেরা খেলোয়াড়৷ আরও এক বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন৷ বিসিসিআইয়ের অনুমতি পেলে এবার তিনি গেইল, রাসেলদের মতো বিশ্বজুড়ে চলা বেসরকারি টি২০ লিগগুলিতে খেলতে চান যুবি৷
সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই কানাডার জিটি২০ লিগ ও আয়ারল্যান্ড ও হল্যান্ডে আয়োজিত ইউরো টি২০ স্ল্যামে খেলার জন্য ডাক পেয়েছেন যুবি৷ ভারতীয় বোর্ড যুবরাজকে যদি ওই টি২০ লিগগুলিতে খেলার অনুমতি দেয়, তাহলে এই বছরই আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি৷
ভারতীয় বোর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটারদের আইপিএল ছাড়া বিশ্বের অন্য কোন টি২০ লিগে খেলার অনুমতি দেয় না৷ সম্প্রতি ইরফান পাঠান ক্যারিবিয়ান লিগে খেলার জন্য নাম দিয়েছিলেন৷ বোর্ড তাঁকে নাম তুলে নেওয়ার নির্দেশ দেয়৷ আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল এখালর জন্য যুবরাজ তারপরেও ভারতীয় বোর্ডের চুক্তিব্ধ খেলোয়াড়ই থাকবেন৷ কাজেই বোর্ড অনুমতি না দিলে তাঁর পক্ষে টি২০ লিগে অংশ নেওয়া কঠিন৷