নয়াদিল্লি : ভারতের প্রাক্তন ক্রিকেটার জি এস লক্ষ্মী আইসিসি’র প্রথম মহিলা ম্যাচ রেফারি নিযুক্ত হলেন। এবার থেকে তিনি আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব সামলাবেন পুরুষদের মতোই। এই সম্মান অর্জন করার পর তাঁর প্রতিক্রিয়া, ‘এটা আমার কাছে অত্যন্ত সম্মানের, আমি ক্রিকেট বিশ্বে একটা নতুন যুগের সূচনা করতে পারলাম।’
তিনি আরও বলেন, খেলোয়াড় হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা এবার ম্যাচ রেফারির ভূমিকায় কাজে লাগবে। ২০০৮-২০০৯ সাল থেকেই জি এস লক্ষ্মী ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব সামলাচ্ছেন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক পুরুষদের ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ারের দায়িত্ব পেয়ে ইতিহাস গড়েছেন।