পরপর ম্যাচ হারের পর কী বলছেন কোহলি?

জয়পুর: দ্বাদশ আইপিএলে পর পর চারটি ম্যাচ হেরে বিপাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ক্যাপ্টেন বিরাট কোহলির উপরও চাপ বাড়ছে বিশ্বকাপের আগে। দলের এমন খারাপ পারফরম্যান্সে বেজায় হতাশ ভিকে। তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন, ‘আমরা জেতার মতো সঠিক কম্বিনেশনটাই এখনও গড়ে তুলতে পারিনি।’ গত ম্যাচে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে পরাজিত হয় আরসিবি। আর সেই

পরপর ম্যাচ হারের পর কী বলছেন কোহলি?

জয়পুর: দ্বাদশ আইপিএলে পর পর চারটি ম্যাচ হেরে বিপাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ক্যাপ্টেন বিরাট কোহলির উপরও চাপ বাড়ছে বিশ্বকাপের আগে। দলের এমন খারাপ পারফরম্যান্সে বেজায় হতাশ ভিকে।

তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন, ‘আমরা জেতার মতো সঠিক কম্বিনেশনটাই এখনও গড়ে তুলতে পারিনি।’
গত ম্যাচে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে পরাজিত হয় আরসিবি। আর সেই কারণেই আইপিএলের পরবর্তী ম্যাচগুলিতে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘কী কম্বিনেশন নিয়ে ম্যাচ জেতা যাবে, সেটা সবার আগে ঠিক করতে হবে। পরের ম্যাচগুলিতে দলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। তার মধ্যে থেকে কেউ কেউ ম্যাচ জেতানো পারফরম্যান্স নিশ্চয়ই মেলে ধরবে বলে আমার বিশ্বাস। আপাতত সেরা একাদশ গড়ে তোলার উপর জোর দিচ্ছি। যাতে প্রত্যেক ম্যাচে একটা ভালো লড়াই ছুঁড়ে দিতে পারি আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =