জীবন বদলে দিয়েছেন অনুষ্কা, ফের স্ত্রী’র প্রশংসায় পঞ্চমুখ বিরাট

মুম্বই: অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক বরাবর আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। অনুষ্কাকে নিয়ে যে বিরাট গর্বিত তা তিনি অনেকবার তিনি বলেছেন। এবার বিরাট জানালেন অর্ধাঙ্গিনী হিসেবে অনুষ্কাকে পাওয়াটা তাঁর কাছে আশীর্বাদ। স্ত্রীর সংস্পর্শে এসে তাঁর জীবন বদলে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

মুম্বই: অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক বরাবর আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। অনুষ্কাকে নিয়ে যে বিরাট গর্বিত তা তিনি অনেকবার তিনি বলেছেন। এবার বিরাট জানালেন অর্ধাঙ্গিনী হিসেবে অনুষ্কাকে পাওয়াটা তাঁর কাছে আশীর্বাদ। স্ত্রীর সংস্পর্শে এসে তাঁর জীবন বদলে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: রিয়ার বিরুদ্ধে FIR, আগাম জামিনের আবেদন করতে পারেন সুশান্তের বান্ধবী

সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ‘ওপেন নেটস উইথ মায়াঙ্ক’ অনুষ্ঠানে এ কথা জানান টিম ইন্ডিয়ার অধিনায়ক। ব্যাক্তিগত জীবনের অনেক কথাই অনুষ্ঠানে বলেছেন তিনি। জানিয়েছেন, শৈশব থেকেই তিনি অন্তর্মুখী এবং একগুঁয়ে প্রকৃতির ছিলেন। কেরিয়ারের শুরুতে এর জন্য অনেক সমস্যা হয়েছিল। কিন্তু অনুষ্কার জন্যই সবকিছু সামলে উঠেছেন। তাঁকে প্রেরণা দিয়েছেন অনুষ্কা। পৃথিবীকে তিনি স্ত্রীর চোখ দিয়েই দেখেছেন বলে জানান বিরাট।

একজন ক্রিকেটার ও অধিনায়ক তিনি যে দায়িত্ব নেন, তা অনুষ্কারই জন্যই সম্ভব হয়েছে। নিজের জীবনে অনুষ্কার কথা জানাতে গিয়ে বিরাট বলেন, ‘জীবনের অপর দিকটি দেখানোর জন্য আমি সম্পূর্ণ কৃতিত্ব অনুষ্কাকে দেব। আমি ওর কাছে কৃতজ্ঞ। ও আমাকে অনেক কিছু বুঝতে শিখিয়েছে। ওর জন্যই দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে। একজন খেলোয়াড় হিসেবে আমার কী দায়িত্ব, যার সঙ্গে রয়েছি তার প্রতি আমার দায়িত্ব কী, এ সবই চিনতে শিখিয়েছে অনুষ্কা।’ বিরাট আরও বলেছেন, শৈশবে তিনি অনেক রিজার্ভজ ছিলেন। খোলামেলা ছিলেন না একেবারেই। অনুষ্কাই তাঁকে সেই বাধা কাটিয়ে আদর্শ মানুষ হতে সাহায্য করেন। তিনি স্বীকার করেছেন অনুষ্কার সঙ্গে দেখা না হলে তিনি হয়তো নিজেকে কোনওদিন বদলাতে পারতেন না।

আরও পড়ুন: সুশান্ত মৃত্যু মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া

এটাই অবশ্য প্রথম নয়। অতীতে অনুষ্কা শর্মার ‘সুই ধাগা’ নিয়েও প্রশংসা শোনা গিয়েছিল বিরাটের মুখে। সেখানে তিনি লিখেছিলেন, ‘‘মৌজ দারুন, বরুণ ধাওয়ান। কিন্তু মমতার চরিত্র আমার হৃদয় চুরি করে নিয়েছে। ওর কাজ ওর প্রেমে পড়তে বাধ্য করে। আমি গর্বিত আমার ভালবাসা অনুষ্কা শর্মার জন্য।’’ এর আগে ভূতের সিনেমা ‘পরী’ নিয়েও মন্তব্য করেছিলেন বিরাট কোহলি। সেখানে তিনি লিখেছিলেন,‘‘গতরাতে পরী দেখলাম। আমার স্ত্রীর সেরা কাজ এখনও পর্যন্ত। সেরা ছবিগুলোর মধ্যে আমার দেখা একটি। একটু ভয় পেয়েছিলাম। কিন্তু তোমাকে নিয়ে গর্বিত।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =