অবাঞ্ছিত মন্তব্য, মোটা অংকের জরিমানা হার্দিক-রাহুলের

নয়াদিল্লি: মহিলাদের নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করায় ২০ লক্ষ টাকা করে জরিমানা হল হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের। বিসিসিআই-এর ওম্বাডসমান ডি কে জৈন শনিবার শাস্তির কথা ঘোষণা করেন। একটি জনপ্রিয় টিভি শো-তে হার্দিক মন্তব্য করেন, নাইট ক্লাবে গেলে একই ম্যাসেজ সব মেয়েদের পাঠিয়ে দিই। এমনকি নিজের যৌনজীবন নিয়েও বিতর্কিত মন্তব্য করে ফেলেন। হার্দিকের তালে তাল মেলাতে

অবাঞ্ছিত মন্তব্য, মোটা অংকের জরিমানা হার্দিক-রাহুলের

নয়াদিল্লি: মহিলাদের নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করায় ২০ লক্ষ টাকা করে জরিমানা হল হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের। বিসিসিআই-এর ওম্বাডসমান ডি কে জৈন শনিবার শাস্তির কথা ঘোষণা করেন। একটি জনপ্রিয় টিভি শো-তে হার্দিক মন্তব্য করেন, নাইট ক্লাবে গেলে একই ম্যাসেজ সব মেয়েদের পাঠিয়ে দিই।

এমনকি নিজের যৌনজীবন নিয়েও বিতর্কিত মন্তব্য করে ফেলেন। হার্দিকের তালে তাল মেলাতে গিয়ে এবার বিপাকে পরেছে রাহুলও। তার জেরেই বিতর্কের সৃষ্টি হয়. কোন রকম বিতর্ক বরদাস্ত না করে বিসিসিআই ঘটনার জেরে অনিদিষ্টকালের জন্য তাদেরকে সাসপেন্ড করে। এরপর নিঃশর্ত ভাবে ক্ষমা চাওয়ায় তাদের দলে ফেরানো হলেও বিতর্ক পিছু ছাড়েনি।

আইপিএল-এর ব্যস্ততার মধ্যেই তাদেরকে বিসিসিআইতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো তারা হাজিরও হন। এরপর বিসিসিআই-এর তরফে হার্দিক ও রাহুলের হয়ে ক্ষমা চেয়ে নেওয়া কথা জানানো হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তবে তাদেরকে ২০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নিয়েও অভিনব উদ্যোগ নিয়েছে বিসিসিআই। জরিমানার টাকা বিসিসিআই-এর খাতে যাবে না। এই টাকা ভারতকে বীর আ্যপের মাধ্যমে বালাকোটে ১০ জন শহিদের পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বাকি দশ লক্ষ টাকা দেওয়া হবে দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থাকে। ইতিমধ্যে তাদের জরিমানার টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eight =