আজ T-20 ধাঁচে বিশ্বযুদ্ধে নামছে বিরাট-বাহিনী, জয়ের হ্যাটট্রি হবে?

নটিংহ্যাম: আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নিউজিল্যন্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল৷ দুই দলই এখনও একটিও ম্যাচ হারেনি৷ তিনটি ম্যাচ জিতে কিউয়িরা ছ’পয়েন্ট সংগ্রহ করেছে৷ ভারত এখন তৃতীয় স্থানে৷ আজ, ম্যাচের সমস্ত রঙ বদলে দিতে পারে বৃষ্টি৷ পূর্বাভাস বলছে, খেলার সময় ভারী বৃষ্টিপাত হতে পারে৷ গত কয়েকদিন ধরেই নটিংহ্যামে প্রবল বর্ষণ চলছে৷ জল জমেছে রানির রাজপথে৷

আজ T-20 ধাঁচে বিশ্বযুদ্ধে নামছে বিরাট-বাহিনী, জয়ের হ্যাটট্রি হবে?

নটিংহ্যাম: আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নিউজিল্যন্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল৷ দুই দলই এখনও একটিও ম্যাচ হারেনি৷ তিনটি ম্যাচ জিতে কিউয়িরা ছ’পয়েন্ট সংগ্রহ করেছে৷ ভারত এখন তৃতীয় স্থানে৷

আজ, ম্যাচের সমস্ত রঙ বদলে দিতে পারে বৃষ্টি৷ পূর্বাভাস বলছে, খেলার সময় ভারী বৃষ্টিপাত হতে পারে৷ গত কয়েকদিন ধরেই নটিংহ্যামে প্রবল বর্ষণ চলছে৷ জল জমেছে রানির রাজপথে৷ হলুদ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন৷ বুধবার সকালে বৃষ্টি না হওয়ায় নেট প্র্যাকটিস সেরে নেওয়ার সুযোগ পেয়েছে ভারতী৷ পরে, বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের প্র্যাকটিস ভেস্তে যায়৷ ম্যাচের দিন মধ্যাহ্নভোজ পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সেই দেশের হওয়া অফিস৷ ফলে, পরিস্থিতি যা তাতে ওভার সংখ্যা কমবে৷ খেলা হতে পারে ২০ ওভারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + twenty =