আজ বোর্ডের কুর্সিতে মহারাজ, শুরু ‘দাদাগিরি’র নয়া অধ্যায়

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ বোর্ডের ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ৷ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছেন বোর্ডের পরবর্তী সভাপতি৷ সৌরভের সতীর্থরাও নির্বাচন ছাড়াই জয়ী হয়ে গিয়েছেন৷ ফলে, আজ বুধবার নিরুত্তাপ বৈঠকে বোর্ডের রাশ হাতবদল হবে৷ নির্বাচনের কোনও ঝামেলা আর থাকছে না৷ বোর্ডের

আজ বোর্ডের কুর্সিতে মহারাজ, শুরু ‘দাদাগিরি’র নয়া অধ্যায়

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ বোর্ডের ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ৷ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছেন বোর্ডের পরবর্তী সভাপতি৷

সৌরভের সতীর্থরাও নির্বাচন ছাড়াই জয়ী হয়ে গিয়েছেন৷ ফলে, আজ বুধবার নিরুত্তাপ বৈঠকে বোর্ডের রাশ হাতবদল হবে৷ নির্বাচনের কোনও ঝামেলা আর থাকছে না৷ বোর্ডের প্রধান সচিব বিনোদ রাই সোমবার জানিয়েছিলেন, ২৩ অক্টোবর বোর্ডের সাধারণ সভা হচ্ছে না৷ মুম্বইয়ের বিসিসিআই হেডকোয়ার্টারে হবে জেনারেল মিটিং৷ আর পরবর্তীতে এজিএম বৈঠকের দিন স্থির করে হবে৷ সেটা পরিচালনা করবেন বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আগামিকাল সেই বৈঠক হওয়ার কথা৷ এই এজিএম বৈঠকে ধোনির অবসরের বিষয়টি পরিষ্কার করতে পারেন সৌরভ৷

বোর্ড সূত্রে খবর, গত ৩৩ মাস বোর্ডের কোনও সাধারণ সভা ডাকা হয়নি৷ এমনকী স্পেশাল জেনারেল মিটিং ডাকা হয়নি৷ তাদের কাজ ছিল লোধা কমিশনের সুপারিশ কার্যকর করা৷ বোর্ডের নয় সংবিধান অনুযায়ী ২১ দিনের নোটিশে সাধারণ সভার আয়োজনের ক্ষমতা রয়েছে বোর্ড সভাপতির হাতে৷

নতুন কমিটিতে সহ-সভাপতি হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ৷ বুধবার বিসিসিআইয়ের নতুন সচিব পদে দায়িত্ব নিতে চলেছেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী তথা বোর্ডের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধূমল৷ কোষাধ্যক্ষের দায়িত্ব পাচ্ছেন৷ কেরলের জয়েশ জর্জ হচ্ছেন যুগ্মসচিব৷ এছাড়াও গভর্নিং বডির আইপিএল চেয়ারম্যান হিসেবে থাকছেন ব্রজেশ প্যাটেল৷ ফলে আজ নতুন দল নিয়ে বোর্ডের কর্মকর্তা পদে বসতে চলেছেন মহারাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 5 =