একটিও ম্যাচ না খেলা এই ব্যক্তিই হতে পারেন বিরাটদের হেডস্যার

নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে বিশ্বের তাবর প্রাক্তন ক্রিকেটাররা হত্যে দিয়েছেন৷ সেই লাইনে এবার এমন একজন যুক্ত হতে চলেছেন যিনি একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি৷ সম্প্রতি বিশ্বকাপে রানার্স হওয়া কিউই ক্রিকেটারদের হেড কোচ তিনিই ছিলেন৷ নাম মাইক হেসন৷ তিনিই এবার কোহলিদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন৷ ভারতের মতো হাইপ্রোফাইল দলের কোচ হতে গেলে আন্তর্জাতিক

একটিও ম্যাচ না খেলা এই ব্যক্তিই হতে পারেন বিরাটদের হেডস্যার

নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে বিশ্বের তাবর প্রাক্তন ক্রিকেটাররা হত্যে দিয়েছেন৷ সেই লাইনে এবার এমন একজন যুক্ত হতে চলেছেন যিনি একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি৷ সম্প্রতি বিশ্বকাপে রানার্স হওয়া কিউই ক্রিকেটারদের হেড কোচ তিনিই ছিলেন৷ নাম মাইক হেসন৷ তিনিই এবার কোহলিদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন৷ ভারতের মতো হাইপ্রোফাইল দলের কোচ হতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হয়৷ এমনটাই মনে করেন ভারতের ক্রিকেটপ্রেমীরা৷

মাইক হেসনের আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনও অভিজ্ঞতা নেই৷ বিসিসিআই অবশ্য জানিয়ে দিয়েছে, এই ধারনা ভুল৷ তিনি ভারতীয় দলের কোচের জন্য দরখাস্ত করতেই পারেন৷ তবে, বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + seven =