ওয়াশিংটন: পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ার হলেন অস্ট্রেলিয়ার ক্লেইর পোলোসাক। আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু’য়ের শনিবার নামিবিয়া বনাম ওমানের ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
৩১ বছর বয়সী ক্লেইর আগে ২০১৭ সালের অক্টোবরে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৬ সাল থেকে শুরু করে তিনি ১৫টি আর্ন্তজাতিক মহিলা ক্রিকেট ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। এবং ২০১৮ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন। ক্লেইর বলেন, মহিলারা কেন ক্রিকেটে আম্পায়ারিং করতে পারবে না তার কোনও যথাযথ কারণ নেই। এই ধরনের বাধা ভাঙতে হবে।