ফের ভারত-বাংলাদেশকে মিলিয়ে দিলেন বিশ্বকবি

লন্ডন: একই বাঙালির লেখা ২টি দেশের জাতীয় সঙ্গীত বেজে উঠল মঙ্গলবারের রানির দেশের৷ সৌজন্যে ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচে৷ বার্মিংহ্যামের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দু’টি জাতীয় সঙ্গিত দু’দেশের আবেগে ভরিয়ে দিল৷ ১৯০৫ সালে রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সঙ্গীত৷ এই গানের সুরের ক্ষেত্রে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হয়েছিলেন বাউল গায়ক গগন হরকরার ‘আমি কোথায় পাব

ফের ভারত-বাংলাদেশকে মিলিয়ে দিলেন বিশ্বকবি

লন্ডন: একই বাঙালির লেখা ২টি দেশের জাতীয় সঙ্গীত বেজে উঠল মঙ্গলবারের রানির দেশের৷ সৌজন্যে ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচে৷ বার্মিংহ্যামের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দু’টি জাতীয় সঙ্গিত দু’দেশের আবেগে ভরিয়ে দিল৷

১৯০৫ সালে রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সঙ্গীত৷ এই গানের সুরের ক্ষেত্রে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হয়েছিলেন বাউল গায়ক গগন হরকরার ‘আমি কোথায় পাব তারে’র থেকে৷ ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন অধি নায়ক’ ১৯১১ সালে লেখা ‘ভারত ভাগ্যবিধাতা’ গানের নির্বাচিত স্তবক৷ এই গানের সুর রবীন্দ্রনাথের নিজস্ব৷ ১৯৫০ সালের ২৪ জানুয়ারিতে এই গান ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =