৩০ মে থেকে শুরু আইসিসি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বাড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। ইংল্যান্ডে এই প্রতিযোগিতায় ১০টি দেশ খেলবে যার মধ্যে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাইং টুর্নামেন্ট খেলে মূল পর্বে সুযোগ পেয়েছে।
ফলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এবার ক্রিকেট নিয়ে উন্মাদনা একটু বেশিই। রশিদ খান, মহম্মদ নবিদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন আফগানরা। আর সেই দেশেরই এক ক্রিকেট ভক্ত ঘাস দিয়ে আইসিসি বিশ্বকাপ ট্রফি বানিয়ে গোটা বিশ্বকে তাঁক লাগিয়ে দিয়েছেন। তাঁর এই ঘাসের ট্রফির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। এমনকি আইসিসিও সেই ছবি নিজেদের ওয়েব সাইটে আপলোড করে লিখেছে “এটা আমাদের খুব পছন্দ হয়েছে, এক আফগান সমর্থক ঘাস দিয়েই সুন্দর এই বিশ্বকাপ ট্রফি বানিয়েছেন”। তাঁরা এটাও লিখেছে ওই আফগান সমর্থককে খুঁজে পেলে তাঁদের খুব ভালো লাগবে।