এবারের বিশ্বকাপে লালকার্ড দেখাবেন আম্পায়াররা! কেন জানেন?

নয়াদিল্লি : মাঠে অশালীন আচরণ রুখতে কোমর বাঁধল আইসিসি৷ তাই এবারের বিশ্বকাপে চালু হচ্ছে নয়া ব্যবস্থা৷ ফুটবলের মতো এবার লালকার্ড ব্যবহার হবে ক্রিকেট মাঠেও৷ রেফারিদের মতো আম্পায়ারদের পকেটেও থাকবে লালকার্ড৷ কোনও ক্রিকেটার অভব্য আচরণ করলে লাল কার্ড দেখানো হবে৷ আর লালকার্ড দেখলে মাঠ ছাড়তে হবে তাঁকে৷ আর তার পর বিপক্ষ দল পাবে ৫ বোনাস রান৷

এবারের বিশ্বকাপে লালকার্ড দেখাবেন আম্পায়াররা! কেন জানেন?

নয়াদিল্লি : মাঠে অশালীন আচরণ রুখতে কোমর বাঁধল আইসিসি৷ তাই এবারের বিশ্বকাপে চালু হচ্ছে নয়া ব্যবস্থা৷ ফুটবলের মতো এবার লালকার্ড ব্যবহার হবে ক্রিকেট মাঠেও৷ রেফারিদের মতো আম্পায়ারদের পকেটেও থাকবে লালকার্ড৷ কোনও ক্রিকেটার অভব্য আচরণ করলে লাল কার্ড দেখানো হবে৷ আর লালকার্ড দেখলে মাঠ ছাড়তে হবে তাঁকে৷ আর তার পর বিপক্ষ দল পাবে ৫ বোনাস রান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − seven =