জয়ের লক্ষ্যে নতুন মরশুম শুরু নাইটদের

কলকাতা: নতুন আশায় নতুন মরশুম শুরু করল নাইটরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে প্রথম দিনের অনুশীলনে মাত্র পাঁচ ক্রিকেটারই ছিলেন। রবীন উথাপ্পা এ নিয়ে নাইটদের হয়ে টানা পঞ্চম বছর খেলছেন। উথাপ্পা দীর্ঘক্ষণ নেটে ব্যাট করলেন। প্রথম দিন থেকেই অনুশীলনে ছিলেন শুভমন গিল। তিনিও লম্বা লম্বা ছয় মারলেন ব্যাট করতে নেমে। বাকি তিন খেলোয়াড় হলেন রিঙ্কু সিং,

জয়ের লক্ষ্যে নতুন মরশুম শুরু নাইটদের

কলকাতা: নতুন আশায় নতুন মরশুম শুরু করল নাইটরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে প্রথম দিনের অনুশীলনে মাত্র পাঁচ ক্রিকেটারই ছিলেন। রবীন উথাপ্পা এ নিয়ে নাইটদের হয়ে টানা পঞ্চম বছর খেলছেন। উথাপ্পা দীর্ঘক্ষণ নেটে ব্যাট করলেন। প্রথম দিন থেকেই অনুশীলনে ছিলেন শুভমন গিল।

তিনিও লম্বা লম্বা ছয় মারলেন ব্যাট করতে নেমে। বাকি তিন খেলোয়াড় হলেন রিঙ্কু সিং, শ্রীকান্ত মুন্ধে এবং পৃথ্বীরাজ ইয়ারা। নাইটদের অনুশীলনে বুধবার তাৎপর্যপূর্ণ দিক ছিল নেট বোলার। সাধারণত, আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা স্থানীয় বোলারদেরই নেট বোলার হিসাবে ব্যবহার করে থাকে। কলকাতা নাইট রাইডার্স এবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাদেমি (এনসিএ)-র নেট বোলারদের এনেছে আলাদা করে। তাতে নেট অনুশীলনেও মান ধরে রাখা সম্ভব হবে। দিন চারেকের মধ্যেই সব বিদেশি এবং দেশি তারকা ক্রিকেটাররা যোগ দেবেন বলে দলীয় সূত্র থেকে জানা গিয়েছে। এদিকে নির্বাচন রাজ্যে সাত দফায় হওয়ায় ইডেন গার্ডেন্স থেকে একাধিক ম্যাচ অন্যত্র সরতে পারে বলেও একটা আশঙ্কা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =