বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং রুখতে কড়া পদক্ষেপ আইসিসির

নয়াদিল্লি : আসন্ন বিশ্বকাপে স্পট ফিক্সিং রুখতে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দুর্নীতিদমন শাখার আধিকারিকরা এবার প্র্যাকটিস ম্যাচ থেকেই অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে থাকবেন। এমনকী, যে সমস্ত হোটেলে ক্রিকেটাররা থাকবেন, দুর্নীতিদমন শাখার কর্তারা সেখানেই ডেরা বাঁধবেন। ক্রিকেটে বেটিং ও ফিক্সিং নতুন কিছু নয়। এর আগেও পাকিস্তানের একাধিক ক্রিকেটার ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত

বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং রুখতে কড়া পদক্ষেপ আইসিসির

নয়াদিল্লি : আসন্ন বিশ্বকাপে স্পট ফিক্সিং রুখতে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দুর্নীতিদমন শাখার আধিকারিকরা এবার প্র্যাকটিস ম্যাচ থেকেই অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে থাকবেন। এমনকী, যে সমস্ত হোটেলে ক্রিকেটাররা থাকবেন, দুর্নীতিদমন শাখার কর্তারা সেখানেই ডেরা বাঁধবেন। ক্রিকেটে বেটিং ও ফিক্সিং নতুন কিছু নয়।

এর আগেও পাকিস্তানের একাধিক ক্রিকেটার ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত হয়েছেন। ভারতেও গড়াপেটার ছায়া পরেছে বিভিন্ন সময়ে। যেহেতু ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব, তাই বেটিং চক্রের নজর থাকে এর দিকে। প্রতি বিশ্বকাপেই আইসিসি ক্রিকেটারদের আদর্শ আচরণবিধি জানিয়ে দেন। বুঝিয়ে দেয় কি কি করা যাবে, কি করা যাবে না। তবে এবার বাড়তি সতর্ক আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *