নয়াদিল্লি: ২০০৫ সালের ৩০ জুলাই মেন ইন ব্লু এর দলে নাম লিখিয়েছিলেন সুরেশ রায়না। এই বাঁ-হাতি ব্যাটস্ম্যানের আজ ১৫ বছর পূর্ণ হল ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দলে।
সুরেশ শ্রীলঙ্কা'র বিরুদ্ধে তাঁর প্রথম ওডিআই খেলেছিলেন। কিন্তু তিনি তাঁর প্রথম ওয়ান ডে ইনিংস এ ভাল ফল করতে পারেন নি, ফলে তাঁকে প্যাভিলিয়নে ফিরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরের কিছু বছরের মধ্যেই তিনি নিজের জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলে। তাঁর ভাগ্য তাঁকে ভারতের অন্যতম সেরা ব্যাটস্ম্যান হিসাবে পরিচিতি দিতে সাহায্য করেছিল।
ক্রিকেটের ৩ ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানোর খেতাব প্রথম জিতেছিলেন সুরেশ রায়না। ৩৩ বছর বয়সি এই খেলোয়ার তাঁর ক্রিকেট জীবনে ১৮ টি টেস্ট ম্যাচ, ২২৬ টি ওয়ান ডে ইনিংস এবং ৭৮ টি টি২০ ইনিংস খেলেছেন ভারতের হয়ে। সুরেশ ওয়ান ডে ইনিংস এ মোট ৫,৬১৫ রান করেছেন, অ্যাভারেজ ৩৫.৩১ এ। সুরেশ ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের একজন যোদ্ধা ছিলেন। সুরেশ এই ট্যুরনামেন্টের কোয়াটার- ফাইনাল এবং সেমি- ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বর্তমানে তাঁকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর হয়ে খেলতে দেখা যাবে। করোনার জন্য পিছিয়ে গিয়ে এই ট্যুরনামেন্ট সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা হয়েছে, এবার আইপিএল আরবে অনুষ্ঠিত হতে চলেছে। আইপিএল ইতিহাসে সুরেশ রায়না রান তৈরিতে, বিরাট কোহলি'র পর দ্বিতীয় স্থানে রয়েছেন। আইপিএল ট্যুরনামেন্ট এ সুরেশ রায়না মোট ১৯৩টি ম্যাচ খেলেছেন এবং ৫,৩৬৮ রান করতে সক্ষম হয়েছেন।