ম্যানচেস্টার: প্রথম টেস্টে তাঁকে বসিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হয়েছিল সেরা সময় পেছনে ফেলে এসেছেন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড। বাদ পড়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। প্রথম টেস্টে হেরে যায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্টে ফিরে এসেই ব্রডকে দলে নেন অধিনায়ক জো রুট। সন্তানের জন্মের মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্টে খেলেননি তিনি। যাই হোক, ফিরে এসেই ব্রড বুঝিয়ে দেন ফুরিয়ে যাননি তিনি। দ্বিতীয় টেস্টে ম্যান অব দ্য ম্যাচ বেন স্টোকস হলেও ব্রডেরও যথেষ্ট অবদান ছিল। এবার তৃতীয় এবং নির্ণায়ক টেস্টে তাঁরই ম্যান অব দ্য ম্যাচ হওয়া সময়ের অপেক্ষা।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র পেল ম্যান ইউ, চেলসি! পারল না লেস্টার
মাত্র তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে চতুর্থ ইনিংস খেলতে মাঠে নেমে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে গেলে ৩৯৯ রান করতে হবে তাদের। অথচ ১০ রানেই পড়ে গেছে ২ উইকেট। বৃষ্টি বা খারাপ আলোর সমস্যা না হলে চতুর্থ দিন শেষ হওয়ার আগেই ম্যাচ পকেটে পুরতে পারে ইংল্যান্ড। এর সিংহভাগ কৃতিত্ব স্টুয়ার্ট ব্রডের। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৫ বলে ৬৭ রান করার পর বল হাতে নিলেন ছয় উইকেট। চতুর্থ ইনিংসে দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনিই। ম্যাচ খত্ম করতে জো রুটের সেরা বাজি ব্রডই।
আরও পড়ুন- ঝুলে রইল সৌরভের ভাগ্য, দু’সপ্তাহ পর রায় দেবে শীর্ষ আদালত
গত জুনে ৩৪ বছর পার করেছেন স্টুয়ার্ট ব্রড। জোরে বোলারদের জন্য এই সময়টা একটু কঠিন তাতে সন্দেহ নেই। কেরিয়ারের সায়াহ্নে চোট-আঘাত, অফ ফর্ম, গতির অভাব অনেক কিছুই ভোগায়। কিন্তু তৃতীয় দিনের খেলায় ব্রডের বোলিং দেখলে মনে হবে কোনও ২২ বছরের তরুণ ক্রিজে আগুন ছোটাচ্ছেন। সুইং করাচ্ছেন দু’দিকেই, সঙ্গে রয়েছে বাড়তি পেস। মাঝেমধ্যে বাউন্সার দিয়ে ক্যারিবিয়ানদের ক্রিজে আটকে রাখছেন। এমনকী সুইংয়ের রাজা জেমস অ্যান্ডারসনও গর্বিত হবেন তাঁর সতীর্থের বোলিংয়ে। এক্ষেত্রে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অমর উক্তি মনে পড়তে বাধ্য, বয়স একটা সংখ্যা মাত্র।
আরও পড়ুন- জার্সিতে মদের লোগো পর্যন্ত রাখতে দেন না এই পাঁচ ক্রিকেটার