মাঠে ফিরছেন শ্রীসন্থ, আজীবন নির্বাসনের শাস্তি প্রত্যাহার

নয়াদিল্লি: দীর্ঘ ছ’বছর পর অবশেষে খেলার মাঠে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা শ্রীসন্থ৷ অবশেষে শ্রীসন্থের উপর থেকে জীবন নির্বাসনের নির্দেশ তুলে নেওয়ার নির্দেশ শীর্ষ আদালত৷ তবে, দলে ফেরা হবে কী না, শাস্তির মেয়াদ কী হবে তা বিসিসিআইকে ঠিক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আজ, মামলার শুনানিতে আদালতের তরফে শ্রীসন্থের উপর জারি করা আজীবন

মাঠে ফিরছেন শ্রীসন্থ, আজীবন নির্বাসনের শাস্তি প্রত্যাহার

নয়াদিল্লি: দীর্ঘ ছ’বছর পর অবশেষে খেলার মাঠে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা শ্রীসন্থ৷ অবশেষে শ্রীসন্থের উপর থেকে জীবন নির্বাসনের নির্দেশ তুলে নেওয়ার নির্দেশ শীর্ষ আদালত৷ তবে, দলে ফেরা হবে কী না, শাস্তির মেয়াদ কী হবে তা বিসিসিআইকে ঠিক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আজ, মামলার শুনানিতে আদালতের তরফে শ্রীসন্থের উপর জারি করা আজীবন নির্বাসনের শাস্তি তুলে নেওয়া হয়৷

স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীসন্থকে আজীবন নির্বাসনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড৷ বোর্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ক্রিকেটার শ্রীসন্থ। সেই আবেদনের শুনানিতে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, শ্রীসন্থকে আজীবন নির্বাসন দেওয়ার প্রক্রিয়ায় ত্রুটি ছিল বোর্ডের আচরণবিধি কমিটির৷ শ্রীসন্থের আবেদন খতিয়ে দেখে তিন মাসের মধ্যে বোর্ডকে তাঁর শাস্তির মেয়াদ ঠিক করার নির্দেশ দিয়েছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =