অধিনায়কের সেই ব্লেজার আজও পরলেন সৌরভ, দেখুন মহারাজের আবেগ

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের ব্লেজার পরে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের পুরানো সেই ব্লেজার পরার কারণ ব্যাখ্যা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ক্রিকেট দলের ব্লেজার পরার কারণ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন মহারাজ৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি সৌরভ

3 stocks recomended

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের ব্লেজার পরে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের পুরানো সেই ব্লেজার পরার কারণ ব্যাখ্যা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ক্রিকেট দলের ব্লেজার পরার কারণ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন মহারাজ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ব্লেজারে থাকা ভারতীয় ক্রিকেট দলের লোগোর উপর হাত রেখে জানান, ‘‘আমি যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলাম, তখন আমি এই ব্লেজারটি পেয়েছিলাম৷ আমি আজ সিদ্ধান্ত নিলাম, আজ আবার সেই ব্লেজারটি পরব৷ কিন্তু আমি বুঝতে পারিনি যে ব্লেজারটি এত বড় হয়ে যাবে৷ এটা বেশ ঢিলেঢালা হয়ে গিয়েছে৷ আমি ভাবলাম যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার সময় এই ব্লেজারটি পেয়েছিলাম, তাই আজ বোর্ডের সভাপতি হয়েও সেই একই ব্লেজারটি পরব৷ এটা আসলে একটা স্মৃতি৷’’



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();

১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় অভিষেক হয়েছিল সৌরভের৷ করেছিলেন ৩ রান৷ এর চার বছর পর ১৯৯৬ সালে ইংল্যান্ডে প্রত্যাবর্তন ঘটে৷ প্রথম দুই টেস্টে সেঞ্চুরির পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ ভারতকে তিনি ৪৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন৷ যার মধ্যে ভারত জিতেছিল ২১টি ম্যাচে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে ১৪৬টি একদিনের আন্তজার্তিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জিতেছিল ৭৬ টি ম্যাচে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 16 =