বোর্ডের সিংহাসনে বসে বড় চমক সৌরভের, ইতিহাসের অপেক্ষায় ইডেন

নয়াদিল্লি: বোর্ডের সিংহাসনে বসেই রাজকীয় চাল দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মহারাজের হাত ধরে এবার নতুন ইতিহাস গড়তে চলেছে শহর কলকাতার গর্বের ইডেন গার্ডেন স্টেডিয়াম৷ সৌজন্যে ভারত-বাংলাদেশের প্রথম দিবারাত্রি ম্যাচ৷ এই প্রথম ভারতীয় ক্রিকেট ইতিহাসে দিবারাত্রি টেস্ট ম্যাচে বলের রঙ হবে গোলাপি৷ দর্শকদের দেখার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো

3 stocks recomended

নয়াদিল্লি: বোর্ডের সিংহাসনে বসেই রাজকীয় চাল দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মহারাজের হাত ধরে এবার নতুন ইতিহাস গড়তে চলেছে শহর কলকাতার গর্বের ইডেন গার্ডেন স্টেডিয়াম৷ সৌজন্যে ভারত-বাংলাদেশের প্রথম দিবারাত্রি ম্যাচ৷ এই প্রথম ভারতীয় ক্রিকেট ইতিহাসে দিবারাত্রি টেস্ট ম্যাচে বলের রঙ হবে গোলাপি৷ দর্শকদের দেখার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে৷ ইতিমধ্যেই বাংলাদেশের তরফেও এই বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান পদের দায়িত্ব নেওয়ার পর সৌরভের ইচ্ছাতেই মূলত নেওয়া হয় এই উদ্যোগ৷ প্রস্তাব পাঠানো হয় বাংলাদেশকে৷ দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ গোলাপি বলে দিন-রাতের টেস্ট খালায় সম্মতি দেয়৷ আর তার জেরে আগামী ২২ নভেম্বর ইডেনে গোলাপি বলে দিন-রাতের প্রথম টেস্ট খেলতে চলেছে ভারত-বাংলাদেশ৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();

জানা গিয়েছে, বোর্ড সভাপতি হওয়ার পর সৌরভ দিন-রাতের টেস্টে গোলাপি বলে খেলার প্রস্তাব রাখেন টিম ইন্ডিয়ার অধিনায়কের সামনে৷ বিরাটও গোলাপি বলে টেস্ট খেলার বিষয়ে ইতিবাচক মত দেন৷ এরপর সৌরভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব পাঠান৷ বাংলাদেশ সম্মতি দেওয়ায় এই প্রথম ভারতে দিন-রাতের টেস্টে গোলাপি বলে খালা হবে৷ ভারতে প্রথম হলেও অস্ট্রেলিয়ায় প্রথম দিন-রাতের টেস্টে গোলাপি বলে খালা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =