ভারতীয় দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন শিখর ধাওয়ান

লন্ডন: বিশ্বাকাপ অভিযানের শুরুতেই ভারতীয় ক্রিকেট দলে বড়সড় ধাক্কা৷ আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে শিখর ধাওয়ান৷ আপাতত ৩ সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে৷ অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ হাতের বুড়ো অঙুলে চোট পান শিখর ধাওয়ান৷ এরপর চিকিৎসকরা জানান, ধাওয়ানের চোট কাটিতে উঠতে এখনও ৩ সপ্তাহ সময় লেগে যাবে৷ ফলে, আগামী ম্যাচে অনিশ্চিত শিখর ধাওয়ান৷ মিডিল অডার

ভারতীয় দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন শিখর ধাওয়ান

লন্ডন: বিশ্বাকাপ অভিযানের শুরুতেই ভারতীয় ক্রিকেট দলে বড়সড় ধাক্কা৷ আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে শিখর ধাওয়ান৷ আপাতত ৩ সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে৷ অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ হাতের বুড়ো অঙুলে চোট পান শিখর ধাওয়ান৷ এরপর চিকিৎসকরা জানান, ধাওয়ানের চোট কাটিতে উঠতে এখনও ৩ সপ্তাহ সময় লেগে যাবে৷ ফলে, আগামী ম্যাচে অনিশ্চিত শিখর ধাওয়ান৷ মিডিল অডার ব্যাটিংয়ে ফের বড়সড় ধাক্কা খেতে চলেছে বিরাট বাহিনী৷

ভারতের অস্ট্রেলায় বধের নেপথ্যে ছিলেন শিখর ধাওয়ান৷ তাঁর ব্যাট থেকে আসে দুর্দান্ত ১১৭ রান৷ শিখরের রানের উপর ভিত্তি করে ৩৫২ রানের পাহাড়ে ওঠে টিম ইন্ডিয়া৷ ২০১৫ সালের বিশ্বকাপে ২টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শিখর ধাওয়ান৷ ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন ধাওয়ান৷ সব মিলিয়ে তাঁর বিশ্বকাপ সফরে তিনটি সেঞ্চুরি নিজের নামে লিখিয়ে ফেলেছেন৷ বিশ্বকাপে লিটল মাস্টার সচিন তেন্ড‌ুলকরের সেঞ্চুরির সংখ্যা ছ’টি ও সৌরভ গঙ্গোপাধ্যেয়ের সেঞ্চুরি রয়েছে ৪টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *