বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করে ভারতের ICC Cricket World Cup 2019-এর দল ঘোষণা করল বোর্ড৷ নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদের নেতৃত্বে আলোচনায় বসে পাঁচ সদস্যের কমিটি৷ বৈঠক শেষে দল ঘোষণা করা হয়৷ বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, অধিনায়ক বিরাট কোহলি খেলবেন৷ দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার ও এমএস ধোনি। ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক),

বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করে ভারতের ICC Cricket World Cup 2019-এর দল ঘোষণা করল বোর্ড৷ নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদের নেতৃত্বে আলোচনায় বসে পাঁচ সদস্যের কমিটি৷ বৈঠক শেষে দল ঘোষণা করা হয়৷

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, অধিনায়ক বিরাট কোহলি খেলবেন৷ দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার ও এমএস ধোনি।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ সামি।

আজই ঘোষণা হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল। অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, নাথান কুল্টার নাইল, জেসন বেহেনড্রফ, নথান লিয়ঁ, অ্যাডাম জাম্পা।

পাকিস্তান চড়ান্ত দল ঘোষণা না করলেও সম্ভাব্য দল ঘোষণা করে দেয় ৫ এপ্রিল। দেখুন পাকিস্তানের সম্ভাব্য দল।
সম্ভাব্য দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলি, আসিফ আল‌ি, বাবর আজম, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনেইদ খান, মহম্মদ আব্বাস, মহম্মদ আমির, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনেন, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়া‌ন, শাদাব খান, শাহিন শা আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিকস উসমা শিনওয়ারি, ইয়াসির শা।

৩ এপ্রিল সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। একনজরে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল।  নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডে গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপ্তিলস ম্যাট হেনরি, টম লাথামস কলিন মুনরো, জিমি নিশামস হেনরি নিকোলসস মিচেল সাঁতনার, ইশ সোধি, টিং সাউদি, রস টেলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twelve =