নয়াদিল্লি: সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ দুপুরে বিসিসিআইয়ের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন দাদা৷ মনোনয়ন জমা দেওয়ার পর আগামিকাল কলকাতায় ফিরছেন মহারাজ৷ সবার মতামত নিয়ে কাজ করব৷ সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া সৌরভের৷
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়া সাফল্যের কথা জানা মাত্রই হবু বোর্ড সভাপতিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সকালে মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড সভাপতি নিযুক্ত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন৷ আপনি বাংলাকে গর্বিত করেছেন৷ দেশকে নতুন আলো দেখিয়েছেন৷ নতুন ইনিংসের জন্য তোকামে শুভেচ্ছা৷’’
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();
ভারতীয় দলকে নিজে হাতে গড়েছিলেন৷ ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিতে জর্জড়িত ভারতীয় ক্রিকেট দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ নিজের অধিনায়কত্বে একাধিক নতুন তারকারকে জন্ম দিয়েছিলেন৷ দিয়েছেন সুযোগ৷ তবে সাফল্যের পিছনে ছিল গুচ্ছ ব্যর্থতা৷ ক্রিকেট জীবনে বহু সাফল্য, ব্যর্থতার পর ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিয়েছিলেন বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে ২২ গজ ছেড়ে গেলেও মাঠের প্রশাসনিক ক্ষমতা ছাড়েননি৷ আর সেই সুবাদে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হতে চলেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷
Former Indian Cricket team captain Sourav Ganguly arrives at Board of Control for Cricket in India (BCCI) office in Mumbai to file his nomination for the post of BCCI President. Home Minister Amit Shah’s son Jay Shah also present to file his nomination for post of BCCI Secretary. pic.twitter.com/HO9iauVPSU
— ANI (@ANI) October 14, 2019
Heartiest congratulations to @SGanguly99 for being unanimously elected @BCCI President. Wish you all the best for your term. You have made India and #Bangla proud. We were proud of your tenure as CAB President. Looking forward to a great new innings.
— Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2019
জানা গিয়েছে, অমিত শাহের পুত্রকে পিছনে ফেলে এই প্রথম প্রাক্তন অধিনায়ক হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষপদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সর্বসম্মতিতে বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য সৌরভের নাম বিবেচিত করা হয়েছে৷ আগামী ২৩ তারিখ নেবেন দায়িত্ব দেবেন দাদা৷ রবিবার গভীর রাতে সৌরভের নাম চূড়ান্ত হয়েছে৷ এদিন রাতে ১১টা নাগাদ খবর ছড়িয়ে পড়তে, বোর্ডের পরবর্তী সভাপতি হতে পারেন কর্ণাটক ক্রিকেটের কর্তা ব্রিজেশ প্যাটেল৷ কিন্তু, তারপরও নতুন করে শুরু হয় বৈঠক৷ সেই বৈঠকে দ্রুত বদলে যায় পরিস্থিতি৷ শেষ হাসি হাসেন বাংলার মহারাজ৷
তবে এখানেও তাঁকে বেশ করা চ্যালেঞ্জ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ৷ অমিত শাহের পুত্র গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করবেন বলে ঠিক হয়৷ তবে, জয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের প্রশাসনিক দক্ষতার উপর আস্থা রাখেন বোর্ডের কর্তারা৷ কেননা, সফলভাবে ভারতীয় দলকে নয়া মাত্রা জোগানোর পাশাপাশি ক্রিকেট প্রশাসকের ভূমিকায় দক্ষতা দেখিয়েছেন সৌরভ৷ সিএবির সচিব পদ থেকে সভাপতি পদে নিজেকে তুলে ধরেছেন৷ এবার পালা ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কার৷ জানা গিয়েছে, আগামী ২৩ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা রয়েছে৷ সেখানে গঠিত হবে নতুন কমিটি৷ চলছে তারই প্রস্তুতি৷