ম্যাচ বন্ধ থাকলেও ভারতকে ফাইনালে তুলতে পারে বৃষ্টি

লন্ডন: বৃষ্টিতে ফের বন্ধ খেলা ভারত-নিউজিল্যান্ড মেগা সেমিফাইনাল৷ ৪৬.১ ওভারে নিউজিল্যান্ড ৫ ইউকেটে ২১১ রান করেছে৷ পরিস্থিতি যা, তাতে বুধবার পর্যন্ত খেলা গড়াতে পারে৷ কাল খেলা হলে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারের পর থেকে শুরু করে৷ আর যদি আজ নতুন করে খেলা চালু করা যায়, তাহলে ৪৬ ওভারে ২৪৬ রান করতে হবে ভারতকে৷ বৃষ্টির পর পিচের কী

ম্যাচ বন্ধ থাকলেও ভারতকে ফাইনালে তুলতে পারে বৃষ্টি

লন্ডন: বৃষ্টিতে ফের বন্ধ খেলা ভারত-নিউজিল্যান্ড মেগা সেমিফাইনাল৷ ৪৬.১ ওভারে নিউজিল্যান্ড ৫ ইউকেটে ২১১ রান করেছে৷ পরিস্থিতি যা, তাতে বুধবার পর্যন্ত খেলা গড়াতে পারে৷ কাল খেলা হলে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারের পর থেকে শুরু করে৷ আর যদি আজ নতুন করে খেলা চালু করা যায়, তাহলে ৪৬ ওভারে ২৪৬ রান করতে হবে ভারতকে৷ বৃষ্টির পর পিচের কী হাল থাকে, তার উপর নির্ভর করছে খেলার ভবিষ্যৎ৷

এর আগে রাউন্ড রবিন লিগে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতেই ভেস্তে গিয়েছিল৷ দুই দল ভাগ করে দেওয়া হয়েছল পয়েন্ট৷ কিন্তু নক-আউট পর্বে থাকছে রিজার্ভ ডে৷ তার পরেও যদি ম্যাচের ফয়সালা না হয়, তাহলে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ডের উপরে থাকায় ১৪ জুলাই লর্ডসে ফাইনালে খেলার টিকিট পেয়ে যাবে টিম ইন্ডিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eighteen =