নয়াদিল্লি: ভারতীয় দলের দুই ক্রিকেটার লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়াকে তলব করল বিসিসিআইয়ের ওম্বুডসম্যান। ৯ এপ্রিল শুনানির দিন ধার্য হয়েছে। তবে বোর্ডের ওম্বুডসম্যান ডি কে জৈন বলেছেন, ‘দুই ক্রিকেটারকে নোটিস পাঠানো হয়েছে।
এখন ওরা ঠিক করবে আসবে কি আসবে না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারও বিচার করা ঠিক নয়।’ উল্লেখ্য, একটি টি ভি শোয়ে মহিলাদের সম্পর্কে কুমন্তব্যের জেরে সাময়িক সাসপেন্ড হয়েছিলেন রাহুল ও পান্ডিয়া। সেই মামলার শুনানির জন্য বিসিসিআইয়ের ওম্বুডসম্যান সমন পাঠিয়েছে দুই ক্রিকেটারকে। সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপের আগে মামলার নিষ্পত্তি চাইছে বিসিসিআই। কারণ, ২০ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করতে হবে।