বিশ্বকাপ আগে বিরিয়ানিতে মত্ত ক্রিকেট দল, চটে লাল কোচ

পাকিস্তানের খেলোয়াড়দের খাওয়াদাওয়া নিয়ে বেজায় চটেছেন ওয়াসিম আক্রাম। সামনে বিশ্বকাপ। তার আগে নিজেদের শরীরল্বাস্থ্য নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছেন না ক্রিকেটাররা। যে যার ইচ্ছেমতো জাঙ্কফুড খেয়ে চলেছেন। বিশেষ করে, বিরিয়ানি। কোনও পার্টিতে গেলেই চিকেন, মাটন বিরিয়ারি সেঁটে চলেছেন তাঁরা। এসব খেলে খেলার সময় শরীর ঠিক থাকবে তো, প্রশ্ন আক্রামের। পাকিস্তানের টিমকে বলা হয় দুনিয়ার সবথেকে আনফিট

বিশ্বকাপ আগে বিরিয়ানিতে মত্ত ক্রিকেট দল, চটে লাল কোচ

পাকিস্তানের খেলোয়াড়দের খাওয়াদাওয়া নিয়ে বেজায় চটেছেন ওয়াসিম আক্রাম। সামনে বিশ্বকাপ। তার আগে নিজেদের শরীরল্বাস্থ্য নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছেন না ক্রিকেটাররা। যে যার ইচ্ছেমতো জাঙ্কফুড খেয়ে চলেছেন।

বিশেষ করে, বিরিয়ানি। কোনও পার্টিতে গেলেই চিকেন, মাটন বিরিয়ারি সেঁটে চলেছেন তাঁরা। এসব খেলে খেলার সময় শরীর ঠিক থাকবে তো, প্রশ্ন আক্রামের। পাকিস্তানের টিমকে বলা হয় দুনিয়ার সবথেকে আনফিট টিম। তা নিয়েই চিন্তিত প্রাক্তন পাক পেসবোলার আক্রাম। তাঁর কথা, “আমাদের খেলোয়াড়দের এখনও বিরিয়ানি দেওয়া হচ্ছে। বিরিয়ানি খেয়ে চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াই করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =