নয়াদিল্লি: দীর্ঘ বাছাই পর্বের পর অবশেষে শুক্রবার সন্ধ্যায় ঘোষিত হল ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচের নাম৷ ভারতের কোচ হওয়ার আর্জি জানিয়ে আবেদন করেন দু’হাজার প্রার্থী৷ সেখান থেকে ছ’জনের নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা৷ পরে আজ দলের কোচের নাম ঘোষণা করা হয়৷
কপিল দেবের নেতৃত্বে গঠিত বিসিসিআইয়ের তিন সদস্যের কমিটি আজ জানিয়ে দেয়, ছ’জনের সংক্ষিপ্ত তালিকায় থেকে রবি শাস্ত্রীকেই বহাল রাখা হল৷ কারণ, বিশ্বকাপে সাফল্য না হলেও শাস্ত্রীর হাতে ভারতীয় দলের সাফল্যের রোকর্ড দীর্ঘ৷ ফলে, তাঁরা চুক্তি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কপিল দেবের নেতৃত্বে গঠিত বিসিসিআইয়ের তিন সদস্যের কমিটি আজ রবি শাস্ত্রীকেই বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে৷ ২০২১ সাল পর্যন্ত শাস্ত্রীর চুক্তি বাড়ানো হয়েছে৷
Kapil Dev, Cricket Advisory Committee (CAC): Indian cricket team captain Virat Kohli’s opinion wasn’t sought while selecting Indian Cricket Team’s (Senior Men) Head Coach https://t.co/owJpGx5I8G
— ANI (@ANI) August 16, 2019
ভারতীয় দলের কোচ হওয়ার লড়াইয়ে ছিলেন টম মুডি৷ এর পরই রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসনের নাম৷ ফিল সিমন্স থেকে লালচাঁদ রাজপুত ও রবিন সিংয়ের নামও ঘুরছে৷ আজ, ছ’জনকে মুম্বাইয়ে ডেকে সাক্ষাৎকার নেওয়ার হয়৷