মুম্বই : চিপক স্টেডিয়াম হল ‘সিংহের গুহা’। এমনটাই দাবি করেন চেন্নাই সুপার কিংসয়ের সমর্থকরা। চিপকের স্লো এবং লো স্কোরিং পিচে আইপিএলের অন্যান্য দলগুলিকে ধরাসায়ী করলেও সামনে মুম্বই ইন্ডিয়ান্স পড়লেই যেন বিড়াল হয়ে যায় হুইসেল পুডু। ফলে এবারের আইপিএলে গ্রুপ লিগের দুটি ম্যাচের মত প্লে অফেও চেন্নাইকে হারিয়ে সরাসরি ফাইনালে চলে গেল রোহিত বাহিনী। ধোনির দলকে এখন দ্বিতীয় প্লে অফ খেলেই ফাইনালের টিকিট জোগার করতে হবে।
এই ম্যাচ জিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ‘হিটম্যান’ রোহিত শর্মা জানিয়েছেন, ‘চিপকে খেলার মতো উপযোগী ক্রিকেটার আমাদের আছে। এছাড়া ব্যাটসম্যানরাও পরিকল্পনা মত খেলতে পারায় আমরা চেন্নাইকে হারাতে পারছি।’ এদিন চিপকে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রান করে ধোনি বাহিনী। এক ওভার তিন বল বাকি থাকতেই চার উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন সূর্যকুমার যাদবরা। এই নিয়ে পাঁচবার আইপিএল ফাইনালে গেল নীতা আম্বানির দল।