লন্ডন: বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা৷ এই বিশ্বকাপে সর্বোচ্চ রান রয়েছে রোহিতের ঝুলিতে৷ সেইসঙ্গে ভেঙেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড৷ বিশ্বকাপে সৌরভের তিনটি সেঞ্চুরি ছিল৷ লোকেশ রাহুল ও রোহিত শর্মার চওড়া ব্যাটে রান এলেও ধরাশায়ী ভারতীয় মিডিল অর্ডার৷ আর তার জেরে বাংলাদেশকে ৩১৫ রানের টার্গেট ভারতের৷ তবে, এই রান তাড়া করে জেতার ক্ষমতা রয়েছে বাংলাদেশের৷ ৩১৫ রানের টার্গট ঘিরে বিশ্বকাপে অঘটনের আশঙ্কা থেকেই যাচ্ছে৷
লোকেশ রাহুলের ব্যাটে ভর করে ভাল শুরু করে ভারত৷ প্রথম জুটিতে রোহিত ১০৪ আর রাহুল ৭৭ রানে আউট হন৷ তারপরই থেকেই মিডিল অর্ডারে ধ্বস নামে৷ বাংলাদেশের পেসাররা বেশি কাবু করে ফেলে ভারতকে৷ আর তার জেরেই লম্বা রানের পথে হেঁটেও থমকে যায় ভারত৷ সাকিব অল হাসানের বাঁধায় ভাঙে মিডিল ওর্ডার৷ রোহিতের ক্যাচ ফেলে দেন তামিম৷ এই বিশ্বকাপে ভারত ভাল শুরু করু করলেও লম্বা টার্গেট দিতে বার্থ৷ কারণ, ব্যাটিং সহায়ক পিচে অন্তত ৩২৫ রান সেফ টার্গেট বলে মনে করা হলেও ৩১৫ রানের মধ্যে বাংলাদেশকে বাঁঁধতে ভারতীয় বলারদের বেশ বেগ পেতে হতে পারে বলেই মনে করছেন অনেকেই৷
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ বার্মিংহামে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে এসেছেন চোট সারিয়ে সুস্থ হওয়া ভুবনেশ্বর কুমার এবং কেদার যাদবের জায়গায় দীনেশ কার্তিক। বাংলাদেশ দলে দুটি বদল করা হয়েছে। মাহমুদউল্লাহ চোট থেকে সুস্থ না হয়ে ওঠায় তাঁর জায়গায় দলে ফিরেছেন সাব্বির রহমান। আর মেহেদি হাসান মিরাজের জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন। চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
৩১৪ রান ৯ ইউকেট ৫০ ওভার৷ বাংলাদেশকে করতে হবে ৩১৫ রান৷