শচীন-রাহুলকে পিছনে ফেলে নয়া রেকর্ড কোহলির

লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের মাইলফলক টপকে গেলেন ভারতের অধিয়ানক বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নয়া রেকর্ড গড়লেন তিনি৷ এর আগে শচীন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করতে পেরেছিলেন৷ তবে তাঁরা কোহলির থেকে বেশি ম্যাচ খেলে ২০ হাজার রানের মাইল ফলক টপকে যান৷ BCCI: Virat Kohli becomes the quickest

শচীন-রাহুলকে পিছনে ফেলে নয়া রেকর্ড কোহলির

লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের মাইলফলক টপকে গেলেন ভারতের অধিয়ানক বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নয়া রেকর্ড গড়লেন তিনি৷ এর আগে শচীন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করতে পেরেছিলেন৷ তবে তাঁরা কোহলির থেকে বেশি ম্যাচ খেলে ২০ হাজার রানের মাইল ফলক টপকে যান৷

নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ভেস্তে যাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠে লিটিল মাস্টারকে পিছনে ফেলে রেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক৷ ভারত-পাক ম্যাচে একদিনের ক্রিকেটে ১১ হাজার রানের গণ্ডি পার করলেন বিরাট কোহলি৷ পিছনে ফেল দিলেন সচিকে৷ এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মাত্র ৮ জন ব্যাটসম্যান ১১ হাজার রান করতে পেরেছেন৷ ৮ জনের তালিকায় এতদিন ছিলেন সচিন তেন্ডুলকার ও সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সৌরভের রান ১১৩৬৩৷ এবার ১১ হাজারের তালিকায় নিজের নাম তুললেন বিরাট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *