লন্ডন: এবার বিশ্বপাকের মঞ্চে কড়া শাস্তির মুখোমুখি হলেন বিরাট কোহলি৷ ভারত-আফগানিস্তান ম্যাচে আউটের অতিরিক্ত আবেদন করার দায়ে বিরাটকে শাস্তির নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে৷ বিরাট কোহলির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার নির্দেশ আইসিসির৷
তবে, এর আগেও ১২ লাখ টাকা জরিমানা হয় বিরাট কোহলির৷ আইপিএলে পাঞ্জাবকে হারানোর পর বিরাটকে জরিমানা বাবদ গুনতে হল ১২ লাখ টাকা গুনতে হয়৷ স্লো ওভার-রেটের জন্য বিরাটকে জরিমানা করা হয়৷ আইপিএলে তৃতীয় ক্যাপ্টেন হিসাবে স্লো ওভার-রেটের জন্য জরিমানা হল কোহলির৷
Virat Kohli has been fined 25% of his match fee for breaching Level 1 of the ICC Code of Conduct during the match against Afghanistan yesterday. He was found to have breached Article 2.1 of the Code of Conduct, which relates to “Excessive appealing during an International Match”. pic.twitter.com/QMVMisrIXa
— ANI (@ANI) June 23, 2019
মাঠেও বাইরেও তাঁকে জরিমান গুনতে হয়েছে৷ কোহলির গুরগাঁওর বাড়িতে তাঁর বিলাসবহুল গাড়ি পরিষ্কার করতে পানীয় জল ব্যাবহার করার জন্য গুরগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশনে কোহলির বিরুদ্ধে ৫০০ টাকা জরিমানা করে৷ জল অপচয়ের কারণে কোহলি ছাড়াও তাঁর দশ প্রতিবেশীরও জরিমানা হয়৷