ভারত-পাক ম্যাচে নয়া বিভ্রাট, খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা

ম্যাঞ্চেস্টার: ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মতো এবারও কি ভেস্তে যেতে পারে ভারত-পাক ক্রিকেট যুদ্ধ? আশা-আশঙ্কায় দিন গুনছে দুই দেশের কয়েক কোটি ক্রিকেট সমর্থক৷ চলতি সপ্তাহে অবিরাম বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল ভারত-নিউজিল্যান্ডের খেলা৷ মাঠেই নামতে পারেনি বিরাট বাহিনী৷ হয়েছিল পয়েন্ট ভাগাভাগি৷ এবার রবিবার মেগাম্যাচ রয়েছে৷ টিম ইন্ডিয়ার মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান৷ কিন্তু, সেই ম্যাচ ঘিরে জারি বিভ্রাট৷ ইংল্যান্ডের সংবাদমাধ্যম

ভারত-পাক ম্যাচে নয়া বিভ্রাট, খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা

ম্যাঞ্চেস্টার: ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মতো এবারও কি ভেস্তে যেতে পারে ভারত-পাক ক্রিকেট যুদ্ধ? আশা-আশঙ্কায় দিন গুনছে দুই দেশের কয়েক কোটি ক্রিকেট সমর্থক৷ চলতি সপ্তাহে অবিরাম বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল  ভারত-নিউজিল্যান্ডের খেলা৷ মাঠেই নামতে পারেনি বিরাট বাহিনী৷ হয়েছিল পয়েন্ট ভাগাভাগি৷ এবার রবিবার মেগাম্যাচ রয়েছে৷ টিম ইন্ডিয়ার মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান৷ কিন্তু, সেই ম্যাচ ঘিরে জারি বিভ্রাট৷

ইংল্যান্ডের সংবাদমাধ্যম ম্যাচ ঘিরে উদ্বেগের পূর্বাভাস দিয়েছে৷ রানির দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার সারা দিন আকাশ মেঘলা থাকবে৷ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস থাকছে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামার সম্ভবনা বেশি৷ ফলে, এই পরিস্থিতি দাঁড়িয়ে ভারত-পাক ম্যাচে একটিও বল গড়াতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷

বৃষ্টি নিয়ে চিন্তা থাকলেও দলদিয়ে মোটেও ভাবছে না ভারত৷ বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে একবারও জিততে পারেনি পাকিস্তান৷ সেই রেকর্ড এবারও অক্ষুন্ন রাখার লক্ষ্য বিরাট বাহিনীর৷ ইতিমধ্যেই পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে ম্যাঞ্চেস্টারে পৌঁয়ছে গিয়েছে ভারতীয় দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =