নয়াদিল্লি: বিশ্বের তাবড় ফুটবল খেলিয়ে দেশ এই প্রযুক্তি ব্যবহার করে থাকে। এবার সেই অত্যাধুনিক সেই জিপিএস প্রযুক্তি ব্যবহার করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলেই জানাচ্ছে ক্রিকেট বিশেজ্ঞরা। এবার কোহলিদের জার্সিতে হাই রেজলিউশন জিপিএস চিপ লাগানো থাকবে।
‘স্ট্যাটস্পোর্টস’ নামের একটি সংস্থার থেকে ‘প্লেয়ার লোড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রযুক্তি কিনেছে বিসিসিআই। যারা ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, ইতালি ও ইংল্যান্ডের সাত দেশের ফুটবল খেলিয়ে দেশে এই প্রযুক্তি সরবরাহ করে থাকে। বিসিসিআই জানিয়েছে, এই প্রযুক্তির সাহায্যে ক্রিকেটারদের শারীরিক ক্ষমতা যেমন গতি, দূরত্ব, খাটুনির পরিমাপ করা সম্ভব। এর ফলে ক্রিকেটারদের ফিটনেসের ওপর বাড়তি নজরদারি চালানো সম্ভব হবে, বিশেষ করে পেস বোলারদের। চোট আঘাতের পরিমাণও কমানো যাবে বলে মনে করছে বিশেজ্ঞরা।