ভারতীয় দলে রদবদল! বিশ্বমঞ্চের কঠিন ম্যাচে এগিয়ে কারা?

এই প্রথম গেরুয়া জার্সিতে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল৷ ইংল্যান্ডের মাটিতে তাঁদের বিরুদ্ধে মাঠে নামছে বিরাটবাহিনী৷ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়কের৷ কিন্তু, এই টস ছিল খুবই গুরত্বপূর্ণ৷ শেষে ব্যাট করলে রান তাড়া করতে বেশ বিপাকে পড়তে পারে ভারত৷ #CWC19 Playing XI of India and England cricket teams for today’s match at Edgbaston, Birmingham. Rishabh

ভারতীয় দলে রদবদল! বিশ্বমঞ্চের কঠিন ম্যাচে এগিয়ে কারা?

এই প্রথম গেরুয়া জার্সিতে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল৷ ইংল্যান্ডের মাটিতে তাঁদের বিরুদ্ধে মাঠে নামছে  বিরাটবাহিনী৷ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়কের৷ কিন্তু, এই টস ছিল খুবই গুরত্বপূর্ণ৷ শেষে ব্যাট করলে রান তাড়া করতে বেশ বিপাকে পড়তে পারে ভারত৷

কেননা, বল ঠিকঠাক ব্যাটে নাও আসতে পারে বলে আশঙ্কা৷ ইংল্যান্ডকে ২৫০ মধ্যে বেঁধে দিলেও লড়াই হবে কঠিন৷ ইংল্যান্ডের পিচ অন্তত তাই বলছে৷ তবে, পিচ যাই হোক না কেন, আজ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শেষ চার পাকা করতে চাইছে ভারত৷ আর সেই ভারতীয় দলে রদবদল হয়েছে৷ বিজয় শঙ্করের জায়গায় খেলবেন ঋষভ পন্থ৷ অন্যদিকে, ইংল্যান্ড আজ হারলে শেষ চার থেকে ছিকটে যেতে পারে৷ ফলে, লড়াই যে আজ কঠিন তা একপ্রাকার নিশ্চিত৷

এই ম্যাচটা জিতলেই অপরাজিত থেকে বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা করে নেবেন বিরাট কোহলিরা৷ ছয় ম্যাচে ভারত এখন ১১ পয়েন্টে রয়েছে৷ সেক্ষেত্রে ইংল্যান্ডের কাপ-ভাগ্য আরও অনিশ্চিত হয়ে পড়বে৷ সাত ম্যাচে মরগ্যান বাহিনীর সংগ্রহ ৮ পয়েন্ট রয়েছে৷ আজ ম্যাচ জিতলে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ১০৷  শুধু ১৩০ কোটি ভারতবাসী নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিদের জয় চাইছে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশের আপামর ক্রিকেটপ্রেমী৷ এই দুই দেশের শেষ চারে যাওয়া অনেকটাই নির্ভর করছে ভারতের জয়-পরাজয়ের উপর৷ ভারত জিতলে সুবিধা হবে পাকিস্তানের৷ অক্সিজেন পাবে বাংলাদেশিরাও৷ ইংল্যান্ড হারলে দুই দলের সেমি-ফাইনালে ওঠার পথ খুলে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =