এই প্রথম গেরুয়া জার্সিতে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল৷ ইংল্যান্ডের মাটিতে তাঁদের বিরুদ্ধে মাঠে নামছে বিরাটবাহিনী৷ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়কের৷ কিন্তু, এই টস ছিল খুবই গুরত্বপূর্ণ৷ শেষে ব্যাট করলে রান তাড়া করতে বেশ বিপাকে পড়তে পারে ভারত৷
#CWC19 Playing XI of India and England cricket teams for today’s match at Edgbaston, Birmingham. Rishabh Pant is in India’s playing XI today, replacing Vijay Shankar. #INDvENG pic.twitter.com/q3IkNRHjLP
— ANI (@ANI) June 30, 2019
কেননা, বল ঠিকঠাক ব্যাটে নাও আসতে পারে বলে আশঙ্কা৷ ইংল্যান্ডকে ২৫০ মধ্যে বেঁধে দিলেও লড়াই হবে কঠিন৷ ইংল্যান্ডের পিচ অন্তত তাই বলছে৷ তবে, পিচ যাই হোক না কেন, আজ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শেষ চার পাকা করতে চাইছে ভারত৷ আর সেই ভারতীয় দলে রদবদল হয়েছে৷ বিজয় শঙ্করের জায়গায় খেলবেন ঋষভ পন্থ৷ অন্যদিকে, ইংল্যান্ড আজ হারলে শেষ চার থেকে ছিকটে যেতে পারে৷ ফলে, লড়াই যে আজ কঠিন তা একপ্রাকার নিশ্চিত৷
এই ম্যাচটা জিতলেই অপরাজিত থেকে বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা করে নেবেন বিরাট কোহলিরা৷ ছয় ম্যাচে ভারত এখন ১১ পয়েন্টে রয়েছে৷ সেক্ষেত্রে ইংল্যান্ডের কাপ-ভাগ্য আরও অনিশ্চিত হয়ে পড়বে৷ সাত ম্যাচে মরগ্যান বাহিনীর সংগ্রহ ৮ পয়েন্ট রয়েছে৷ আজ ম্যাচ জিতলে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ১০৷ শুধু ১৩০ কোটি ভারতবাসী নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিদের জয় চাইছে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশের আপামর ক্রিকেটপ্রেমী৷ এই দুই দেশের শেষ চারে যাওয়া অনেকটাই নির্ভর করছে ভারতের জয়-পরাজয়ের উপর৷ ভারত জিতলে সুবিধা হবে পাকিস্তানের৷ অক্সিজেন পাবে বাংলাদেশিরাও৷ ইংল্যান্ড হারলে দুই দলের সেমি-ফাইনালে ওঠার পথ খুলে যাবে৷