নয়াদিল্লি: বিরাট কোহলির ওপর নির্ভর করছে বিশ্বকাপে ভারতের সাফল্য কিংবা ব্যর্থতা। এমনটাই মনে করছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কটির মতে, ব্যাট হাতে কোহলি যদি নিজের সেরা ফর্ম মেলে ধরতে পারেন, তাহলে এবার বিশ্বকাপ জিতবে ভারত।
পাশাপাশি আয়োজক দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পন্টিং। তবে খেতাব জয়ের প্রশ্নে কোহলির কারণেই ভারতীয় দলকে এগিয়ে রাখছেন তিনি। তাঁর মতে, এই মুহূর্তে একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলিই। তবে বর্তমান ভারত অধিনায়কের সঙ্গে উত্তরসূরি শচীন তেন্ডুলকরের তুলনা টানতে চাননি পন্টিং।
এই মুহূর্তে ভারতীয় ব্যাটিংয়ের ভরকেন্দ্র অবশ্যই বিরাট কোহলি। গত ছয় মাসে ফর্মের তুঙ্গে রয়েছেন ভারত অধিনায়ক। শেষ ১৬টি ইনিংসে ছয়টি সেঞ্চুরি সহ এক হাজার ৬৪ রান করেছেন ‘ভিকে’। বিশ্বকাপেও তাঁর দিকেই তাকিয়ে থাকবে ভারতীয় দল। সে কথাই আরও একবার মনে করিয়ে দিয়েছেন রিকি পন্টিং। তিনবার বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এখন ভারতেই আছেন। আইপিএলে তাঁকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের কোচের ভূমিকায়।