পরামর্শ উপেক্ষা, দলের হারে চূড়ান্ত ক্ষুব্ধ ইমরান

ম্যাঞ্চেস্টার: বিশ্বমঞ্চে খেলা হলেও উত্তাপ ছিল প্রবল৷ ভারত-পাক সীমান্ত উত্তেজনার ম্যাচটাও ছিল কার্যত প্রেস্টিজ ফাইট৷ খেলার আগে দলকে পাখি পড়িয়েছিলেন ইমরান৷ বলেছিলেন, ‘ভারতের রান তাড়া করতে যেও না৷’ কিন্তু, প্রধানমন্ত্রীর পরামর্শ উড়িয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে৷ আত তাতেই বেজায় ক্ষুব্ধ ইমরান খান৷ খেলা শুরুর আগে পাকিস্তানকে মূল্যবান পরামর্শটি দিয়েছিলেন তিনি৷ পাকিস্তানের

পরামর্শ উপেক্ষা, দলের হারে চূড়ান্ত ক্ষুব্ধ ইমরান

ম্যাঞ্চেস্টার: বিশ্বমঞ্চে খেলা হলেও উত্তাপ ছিল প্রবল৷ ভারত-পাক সীমান্ত উত্তেজনার ম্যাচটাও ছিল কার্যত প্রেস্টিজ ফাইট৷ খেলার আগে দলকে পাখি পড়িয়েছিলেন ইমরান৷ বলেছিলেন, ‘ভারতের রান তাড়া করতে যেও না৷’ কিন্তু, প্রধানমন্ত্রীর পরামর্শ উড়িয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে৷ আত তাতেই বেজায় ক্ষুব্ধ ইমরান খান৷

খেলা শুরুর আগে পাকিস্তানকে মূল্যবান পরামর্শটি দিয়েছিলেন তিনি৷ পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কও ছিলেন ইমারান৷ কাজেই তিনি খুব খারাপ পরামর্শ দেশকে দেবেন না তা বোঝা উচিত ছিল পাক অধিনায়কের৷ কিন্তু বিশ্বকাপের স্যাঁতসেতে পিচ ও মেঘলা আকাশ দেখে খোদ প্রধানমন্ত্রীর দেখানো পথের উল্টোদিকেই হাঁটলেন অধিনায়ক৷ আর তাতেই ভারতের দুরন্ত ইনিংসে খড়কুটোর মতো উড়ে গেল গোটা পাকিস্তান৷ রহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং পার্টনারশিপে উঠে গেল ১৩৬ রান৷ তারপর ৩৩৬ রানের বিশাল টার্গেটে প্রথম থেকে রক্ত মাথায় উঠে ছিল পাকিস্তানের৷ একদিকে খোদ প্রধানমন্ত্রীর পরমার্শ খারিজ ও ভারতের বিশাল টার্গেটে মুখ থুবড়ে পড়ে ইমরানের পাকিস্তান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *