লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত৷ ভারতীয় দল মাঠে নামতেই বিশেষ ভাবে নজর কাড়েন মহেন্দ্র সিং ধোনি৷ মাহির উইকেট কিপিং গ্লাভসে ভারতীয় সেনার প্রতীক ‘বলিদানে’র প্রতীক দেখা মিলতেই সোশ্যাল মিডিয়ায় ওঠে তীব্র উচ্ছ্বাস৷ কিন্তু, সেই উচ্ছ্বাস বেশক্ষুণ আর স্থায়ী হল না৷ মাহির এই কাজে বোর্ডকে নয়া নির্দেশ আইসিসির৷
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গ্লাভসে ভারতীয় সেনার প্রতীক থাকার আপত্তি জানিয়ে বিসিসিআইকে নির্দেশ পাঠিয়েছে আইসিসি৷ সেখানে জানানো হয়েছে, মোদি যান তাঁর গ্লাভস থেকে ভারতীয় সেনার প্রতীক তুলে নেন৷ সেনার প্রতীক নিয়ে খেলা আইসিসির নিয়ম বিরুদ্ধ৷ তবে, এই জন্য মাহিকে কোনও শান্তি না দিলেও প্রতীক খুলে রাখতে বলা হয়েছে৷
International Cricket Council (ICC) has requested Board of Control for Cricket in India (BCCI) to get the ‘Balidaan Badge’ or the regimental dagger insignia of the Indian Para Special Forces removed from Mahendra Singh Dhoni’s wicket-keeping gloves. pic.twitter.com/63rOjsCooX
— ANI (@ANI) June 6, 2019
বলিদান নামের একটি প্রতীক ব্যবহার করে থাকে ভারতীয় সেনা৷ সেই প্রতীক দেখা যায় ধোনির কিপিং গ্লাভসে৷ ছবি সোশ্যাল দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ মাঠের বাইরে ভারতীয় সেনার সঙ্গে মাহির যোগ অনেক পুরানো৷ ২০১১ সালে ধোনিকে সেনায় সাম্মানিক পদ পান৷ ১৫ দিনের প্রশিক্ষণও নেন তিনি৷ প্রশিক্ষণে ধোনি প্যারশ্যুট জাম্পও করেন৷ ভারতীয় সেনার প্রতি তাঁর টান আগেই জানিয়েছেন ধোনি৷ পুলওয়ামায় হামলায় শহিদ জওয়ানদের স্মরণে সেনার টুপি পরেও খেলতে নামে ভারতীয় দল৷ সেই নিয়ে পাকিস্তান আপত্তি তুললেও তা টেকেনি৷