‘আমি খেলতে চাই’, অবসরের পর বোর্ডকে আর্জি যুবরাজের, মিলবে অনুমতি?

নয়াদিল্লি: দাদা, সৌরভকে কৃতজ্ঞতা জানিয়ে গত সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ৩৭ বছরের যুবরাজ৷ অবসর নিলেও মাঠ ছাড়তে নারাজ ক্যান্সার জয়ী যুবরাজ৷ ফের মেঠে ফিরতে চেয়ে এবার বোর্ডের কাছে অনুমতি চাইলেন ২০১১ সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার পিছনে সবচেয়ে বড় ভূমিকায় থাকা যুবরাজ সিং৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করে যুবি জানিয়েছেন, তিনি

‘আমি খেলতে চাই’, অবসরের পর বোর্ডকে আর্জি যুবরাজের, মিলবে অনুমতি?

নয়াদিল্লি: দাদা, সৌরভকে কৃতজ্ঞতা জানিয়ে গত সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ৩৭ বছরের যুবরাজ৷ অবসর নিলেও মাঠ ছাড়তে নারাজ ক্যান্সার জয়ী যুবরাজ৷ ফের মেঠে ফিরতে চেয়ে এবার বোর্ডের কাছে অনুমতি চাইলেন ২০১১ সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার পিছনে সবচেয়ে বড় ভূমিকায় থাকা যুবরাজ সিং৷

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করে যুবি জানিয়েছেন, তিনি বিদেশে টি-২০ লিগগুলিতে খেলতে চান৷ ফ্রিলান্স ক্রিকেটার হিসেবে মাঠে ফিরতে চেয়ে বোর্ডের কাছে অনুমতি চান যুবরাজ৷ বোর্ড সূত্রে খবর, বিদেশের কয়েকটি টি-২০ লিগ যুবরাজের ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে৷

দেশের আইপিএলে না থাকলেও বিদেশে টি-২০ লিগের সঙ্গে যুক্ত থাকতে চান তিনি৷ যুবরাজ জানিয়েছেন, তিনি বিদেশ থেকে বেশ কিছু প্রস্তাব পেয়েছেন৷ বিদেশি টি-২০ লিগ তিনি খেলতে চান৷ মেঠে ফিরে জীবনটাকে ফের উপভোগ করতে চান দেশের হয়ে ৩০৪টি একদিনের ম্যাচ ও ৫৮টি টি-২০ সহ ৪০টি টেস্টের অভিজ্ঞতা থাকা যুবরাজ৷ ইতিমধ্যেই কানাডার জিটি২০ লিগ ও আয়ারল্যান্ড ও হল্যান্ডে আয়োজিত ইউরো টি২০ স্ল্যামে খেলার জন্য ডাক পেয়েছেন যুবি৷

ক্রিকেট ৮ হাজারের বেশি রান রয়েছে যুবরাজের৷ ১৪টি শতরান ও ৫২টি অর্ধশতরান করেছেন তিনি৷ রানের পাশাপাশি রয়েছে একাধিক পুরস্কার পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার পেয়েছেন ২০১১ সালে ক্যান্সার আক্রান্ত এই ক্রিকেটারের ঝুলিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *