নয়াদিল্লি: তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক৷ সেলবও বটে৷ কিন্তু, জানেন বিরাট কোহলির বার্ষিক আয় কত জানেন? বিটায় আয় জানলে চমকে উঠতে বাধ্য হবেন আপনিও৷
সম্প্রতি, ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনী ক্রীড়া ব্যাক্তিত্বদের নামের তালিকা প্রকাশ করেছেন৷ সেই তালিকা অনুযায়ী বিরাট কোহলি এই মুহূর্তে ১০০ নম্বরে মধ্যেই অবস্থান করছেন৷ ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র বিরাটই রয়েছেন তালিকায়৷ ওই তালিকায় বিরাটের বার্ষিক আয়ের পরিমাণ জানানো হয়েছে৷
ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, এই মুহূর্তে বিজ্ঞাপন ও বোর্ড থেকে প্রাপ্ত টাকা বাবদ বিরাটের বার্ষিক আয় মুহূর্তে ২৫ মিলিয়ন ডলার৷ তাঁর আয় এই বছর এক মিলিয়ন ডলার আয় বাড়লেও ১৭ ধাপ নীচে নেমে গিয়ছেন বিরাট৷ গত বছর তালিকায় তাঁর নাম ছিল ৮৩ নম্বরে৷ এখন তিনি ১০০ নম্বরে দাঁড়িয়েছেন৷ ফোর্বস জানিয়েছেন এই তালিকায় শীর্ষ রয়েছেন লিওনেল মেসি, বার্ষিক আয় ১২৭ মিলিয়ন ডলার৷ দ্বিতীয় ক্রিশ্চিয়ান রোনাল্ডো৷ বার্ষিক আয় ১০৯ মিলিয়ন ডলার৷ তৃতীয় নম্বরে রয়েছেন ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠা নেইমার৷ আয় ১০৫ মিলিয়ন ডলার৷