লন্ডন: রবিবার ব্রিটিশদের বিরুদ্ধে নতুন সার্জিতে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল৷ নীল জার্সি বদল এখন গেরুয়া টিম ইন্ডিয়া৷ গেরুয়া রঙের জার্সি পরে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে ভারত৷ রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন বিরাট কোহলিরা৷ ওই জয় সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে দেবে ভারতকে৷ জার্সি বদলালেও জয়ের প্যাশনে কোনও ঘাটতি রাখতে নারাজ ভারত৷ নতুন কমলা রঙের জার্সি পরে পোজ দিলেন এমএস ধোনি৷ বিরাট কোহলি থেকে গোটা দল৷
Special occasion, special kit ? #TeamIndia will wear this in their #OneDay4Children game against England on Sunday. #OD4C | #ENGvIND | #CWC19 pic.twitter.com/ZvuX4be37F
— ICC (@ICC) June 29, 2019
What do you think of this kit? ? #TeamIndia | #CWC19 pic.twitter.com/Bv5KSfB7Uz
— Cricket World Cup (@cricketworldcup) June 29, 2019
বার্মিংহ্যামে কমলা জার্সিতে নামার আগের ক্যামেরা মুখোমুখি ভারত দল৷ এবারই আইসিসি দুটো জার্সির নিয়ম করেছে৷ অনেক দলই ইতিমধ্যে দ্বিতীয় জার্সিতে খেলে ফেলেছে৷ ভারত এই প্রথম৷
আইসিসি জানিয়েছিল দুই দেশ যখন মুখোমুখি হবে তখন জার্সির রং যদি এক হয়ে যায় তাতে টেলিকাস্টের সমস্যা হয়৷ সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে মাঠে নামবে ভারত৷