২২ গজের বিশ্বযুদ্ধে ‘হট কেক’ এখন বিশ্বকাপ শাড়ি

কলকাতা : বিশ্বকাপের মহাযুদ্ধে ভারতের বিজয় রথ চলছে৷ দেশজুড়ে তার উন্মাদনাও ছড়িয়েছে৷ রবিবার ২২ গজের লড়াইয়ে পাক বধ করেছে ভারত৷ স্বাভাবিকভাবেই উন্মাদনা এখন বেশ চড়া৷ আর সেই উন্মাদনের রেশ গিয়ে পড়ল এবার নিউ মার্কেটের শাড়ির দোকানেও৷ ক্রেতাদের নজর কড়েছে বিশ্বকাপ থিমের শাড়ি৷ ট্রফি ও প্রতিটি দেশের পতাকা নিয়ে তৈরি হয়েছে শাড়ি৷ নয়া ডিজাইন ক্রেতাদের মধ্যেও

২২ গজের বিশ্বযুদ্ধে ‘হট কেক’ এখন বিশ্বকাপ শাড়ি

কলকাতা : বিশ্বকাপের মহাযুদ্ধে ভারতের বিজয় রথ চলছে৷ দেশজুড়ে তার উন্মাদনাও ছড়িয়েছে৷ রবিবার ২২ গজের লড়াইয়ে পাক বধ করেছে ভারত৷ স্বাভাবিকভাবেই উন্মাদনা এখন বেশ চড়া৷ আর সেই উন্মাদনের রেশ গিয়ে পড়ল এবার নিউ মার্কেটের শাড়ির দোকানেও৷ ক্রেতাদের নজর কড়েছে বিশ্বকাপ থিমের শাড়ি৷

ট্রফি ও প্রতিটি দেশের পতাকা নিয়ে তৈরি হয়েছে শাড়ি৷ নয়া ডিজাইন ক্রেতাদের মধ্যেও বেশ চাহিদা ফেলে দিয়েছ৷ বিক্রিও বেশ৷ এমনকি বিদেশিনীও মহা উৎসাহে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন নানা ডিজাইনের শাড়ি৷ ৩৫০ থেকে শুরু নয়া বিশ্বকাপের শাড়ি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =