জীবনের শেষ বিশ্বকাপে নামছেন গেইল, উঠবে ঝড়?

নয়াদিল্লি: জীবনের পঞ্চম বিশ্বকাপ। এটাই শেষ। বিদায়ী বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে মরিয়া ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। বয়স থাবা বসিয়েছে ফিটনেসে। ৩৯ বছরেও বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ধকল নিতে হবে প্রায় দেড় মাস ধরে। আর সেই চাপ কাটিয়ে উঠতে জিম নয়, যোগাকেই হাতিয়ার করেছেন গেইল। শরীরকে বিশ্রাম দিতে জিম এড়াচ্ছেন তিনি। তুলনামূলকভাবে বেশি সময়

জীবনের শেষ বিশ্বকাপে নামছেন গেইল, উঠবে ঝড়?

নয়াদিল্লি: জীবনের পঞ্চম বিশ্বকাপ। এটাই শেষ। বিদায়ী বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে মরিয়া ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। বয়স থাবা বসিয়েছে ফিটনেসে। ৩৯ বছরেও বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ধকল নিতে হবে প্রায় দেড় মাস ধরে। আর সেই চাপ কাটিয়ে উঠতে জিম নয়, যোগাকেই হাতিয়ার করেছেন গেইল।

শরীরকে বিশ্রাম দিতে জিম এড়াচ্ছেন তিনি। তুলনামূলকভাবে বেশি সময় ব্যয় করছেন যোগাসনে। একটানা ফিল্ডিং ও অনুশীলনের পর যে ক্লান্তি থাবা বসাচ্ছে শরীরে, তা কাটিয়ে উঠতে নিয়মিত ম্যাসাজ নিচ্ছেন জামাইকান তারকাটি।

দ্বাদশ আইপিএলে রানের খরা কাটিয়ে উঠতে সফল হয়েছিলেন গেইল। করেছেন ৪৯০ রান। তাঁর ব্যাটিং গড় ছিল ৪০.৮৩। গেইল বলেছেন, ‘এটা আমার পঞ্চম বিশ্বকাপ। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সারা বছর ধরে বিভিন্ন টুর্নামেন্টে খেলি। কিন্তু বিশ্বকাপের সময় এলে অন্যরকম শিহরণ তৈরি হয় মনের মধ্যে। যে ভাবে ব্যাট করছি, তাতে ভালো রান করার ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *