নয়াদিল্লি: সদ্য প্রকাশিত হয়েছে পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদির অটোবায়োগ্রাফি৷ তা নিয়ে প্রতিদিনই উঠে আসছে কিছু না কিছু। সে দেশের প্রাক্তনদের একহাত নেওয়া হোক বা তাঁর নিজের বয়স নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে দেওয়া৷ বইয়ে বাদ যায়নি ভারতীয় ক্রিকেটারাও৷ সেখানে আফ্রিদি এক জায়গায় গৌতম গম্ভীর সম্পর্কে লিখেছেন, তাঁর আচরণগত সমস্যা রয়েছে।কোনও ব্যাক্তিত্ব নেই৷ শনিবার তাঁর পাল্টা দিয়েছেন গম্ভীর স্বয়ং।
টুইটারে তিনি লেখেন, আমরা এখনও পাকিস্তানিদের ভিসা দিচ্ছি মেডিক্যাল ট্যুরিজমের জন্য। এর সঙ্গে আফ্রিদিকে ব্যাক্তিগতভাবে মনোবিদের কাছে নিয়ে যাওয়ারও প্রস্তাব রেখেছেন তিনি। আফ্রিদি তাঁর বইয়ে লেখেন, ‘‘কিছু শত্রুতা খুবই ব্যক্তিগত। আর কিছু পেশাদার। গৌতম সম্পর্কে প্রথম যেটা চোখে পড়ে সেটা তাঁর আচরণগত সমস্যা৷ ওর কোনও ব্যাক্তিত্ব নেই। ও কখনওই সেরা ক্রিকেটের অংশ হতে পারেনি। ওর কোনও বড় রেকর্ড নেই ওর আচরণ ছাড়া৷’’