ধোনির গ্লাভস থেকে সরানো হবে না সেনার প্রতীক, জানাল বিসিসিআই

লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত৷ ভারতীয় দল মাঠে নামতেই বিশেষ ভাবে নজর কাড়েন মহেন্দ্র সিং ধোনি৷ মাহির উইকেট কিপিং গ্লাভসে ভারতীয় সেনার প্রতীক ‘বলিদানে’র প্রতীক দেখা মিলতেই সোশ্যাল মিডিয়ায় ওঠে তীব্র উচ্ছ্বাস৷ সোশ্যাল মিডিয়ায় ধোনির গ্লাভসের ছবি ভাইরাল হতেই আপতি তোলে আইসিসি৷ কিন্তু, আজ বিসিআইয়ের তরফে আইসিসির আর্জি খারিজ করে

ধোনির গ্লাভস থেকে সরানো হবে না সেনার প্রতীক, জানাল বিসিসিআই

লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত৷ ভারতীয় দল মাঠে নামতেই বিশেষ ভাবে নজর কাড়েন মহেন্দ্র সিং ধোনি৷ মাহির উইকেট কিপিং গ্লাভসে ভারতীয় সেনার প্রতীক ‘বলিদানে’র প্রতীক দেখা মিলতেই সোশ্যাল মিডিয়ায় ওঠে তীব্র উচ্ছ্বাস৷ সোশ্যাল মিডিয়ায় ধোনির গ্লাভসের ছবি ভাইরাল হতেই আপতি তোলে আইসিসি৷ কিন্তু, আজ বিসিআইয়ের তরফে আইসিসির আর্জি খারিজ করে দেওয়া হয়৷

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গ্লাভসে ভারতীয় সেনার প্রতীক থাকার আপত্তি জানিয়ে বিসিসিআইকে নির্দেশ পাঠিয়েছে আইসিসি৷ সেখানে জানানো হয়েছে, মোদি যান তাঁর গ্লাভস থেকে ভারতীয় সেনার প্রতীক তুলে নেন৷ সেনার প্রতীক নিয়ে খেলা আইসিসির নিয়ম বিরুদ্ধ৷ আইসিসির এই নির্দেশের পর বিসিসিআইয়ের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়৷ বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ধোনি কোনও রাজনৈতিক দলের হয়ে বার্তা দিচ্ছেন না,  বরং তিনি দেশের সেনার হয়ে প্রতিনিধিত্ব করছেন৷ ফলে, এই লোগো তুলে নেওয়া হবে না৷ বিসিসিআই এই মর্মে আইসিসিকে বার্তাও পাঠিয়ে দিয়েছে৷

বলিদান নামের একটি প্রতীক ব্যবহার করে থাকে ভারতীয় সেনা৷ সেই প্রতীক দেখা যায় ধোনির কিপিং গ্লাভসে৷ ছবি সোশ্যাল দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ মাঠের বাইরে ভারতীয় সেনার সঙ্গে মাহির যোগ অনেক পুরানো৷ ২০১১ সালে ধোনিকে সেনায় সাম্মানিক পদ পান৷ ১৫ দিনের প্রশিক্ষণও নেন তিনি৷ প্রশিক্ষণে ধোনি প্যারশ্যুট জাম্পও করেন৷ ভারতীয় সেনার প্রতি তাঁর টান আগেই জানিয়েছেন ধোনি৷ পুলওয়ামায় হামলায় শহিদ জওয়ানদের স্মরণে সেনার টুপি পরেও খেলতে নামে ভারতীয় দল৷ সেই নিয়ে পাকিস্তান আপত্তি তুললেও তা টেকেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =